নাফি উজ জামান পিয়াল, যশোর প্রতিনিধি : দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে যশোরের সকল দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান খুলছে। সরকারী নির্দেশনা মেনেই দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি। করোনা ভাইরাসের ঝুকি থাকার পরও জীবিকার তাগিদে ও ব্যবসায়িক ক্ষতির হাত থেকে রক্ষা পেতে দোকান খুলছে এসকল
ব্যবসায়ীরা। তবে ক্রেতাদের উপস্থিতি এখনো পর্যন্ত কম।
গত ২৬ মার্চ থেকে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। কিন্তু ব্যবসায়ীদের নিদারুন কষ্ট আর পুজি হারানোর ঝুকি সামাল দিতে আজ ১০ মে থেকে দেশের সকল ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট খোলার ঘোষণা দেয় সরকার। সেই অনুযায়ী আজ সকাল থেকেই যশোরের বিভিন্ন বড় বড় মার্কেটের দোকান খুলেছে। দীর্ঘদিন পর
দোকান খুলতে পারায় খুশি তারা। সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত খোলা থাকবে এসমস্ত দোকান।
আজ রবিবার ( ১০ মে ) সকালে যশোরের কালেক্টরেট মার্কেটে গিয়ে দেখা যায় সকল ব্যবসায়ীরা তাদের দোকান খুলেছে। কেউ কেউ অনেক দিন পরে দোকান খোলার কারণে দোকানের মালামাল সাজাতে ব্যস্ত সময় পার করছে। করোনা ভাইরাসের থেকে নিরাপদ থাকার জন্য মার্কেটের প্রবেশ মুখেই রাখা হয়েছে জীবানুনাশক। যাতে করে ক্রেতারা মার্কেটে প্রবেশের পূর্বে জীবানুনাশক ব্যবহার করে প্রবেশ করে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ভ্রামমান আদালত পরিচালনায় থাকবে।
কালেক্টরেট মার্কেটের ব্যবসায়ী খোকন বলেন, আজ থেকে দোকান খুলছি, এতদিন হতাশায় দিন কাটছিল ঈদের আগে মার্কেট খুলে দেওয়ার হতাশা কিছুটা দূর হয়েছে ।
কিন্তু ব্যবসায়িক লেনদেন না থাকায় ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে।
রাতুল নামে একজন ক্রেতার সাথে কথা হলে তিনি জানান, পরিবেশ পরিস্থিতি ভালো না তারপরও মার্কেটে আসছি পরিবারের সদস্যদের জন্য নতুন কাপড় কিনতে।
এদিকে ঈদের আগে এসব ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ফলে করোনা ভাইরাসের প্রকোপ আরো বৃদ্ধি পাবে বলে আশংকা করছে যশোরের বিভিন্ন ব্যক্তিবর্গ। ফলে তারা সাধারণ মানুষকে নিরাপদ দূরত্ব এবং সতর্ক থাকার আহবান জানিয়েছেন।
উল্লেখ্য যশোর শহরে প্রায় ১৪ হাজার ২শত ৩০ টি দোকান আছে ।