যশোর প্রতিনিধিঃযশোরে আরো ৫০টি রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টার থেকে ৪৬টি এবং খুলনা মেডিকেল কলেজ থেকে ৪টি রিপোর্ট রয়েছে। যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, মঙ্গলবার ল্যাবটিতে যশোর জেলার ১২০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৬টি পজিটিভ শনাক্ত।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন সকালে যবিপ্রবি থেকে ১২০টি রিপোর্ট এসেছে তার মধ্যে ৪৬ জনের করোনা পজিটিভ এবং খুলনা মেডিকেল কলেজ থেকে ২০টি রিপোর্ট এসেছে তার মধ্যে ৪টি নমুনা পজিটিভ। তিনি জানান সব মিলিয়ে নতুন করে যশোরে ৫০টি করোনা পজিটিভ শনাক্ত হলো৷
বুধবার পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী যশোর জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ছিল ৭৫৩ জন। এদের মধ্যে মারা গেছেন ১৪ জন।