সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
যশোরে চিকিৎসা সেবা দিতে মাঠে নামবে সেনা মেডিকেল টিম | চ্যানেল খুলনা

যশোরে চিকিৎসা সেবা দিতে মাঠে নামবে সেনা মেডিকেল টিম

যশোর প্রতিনিধিঃ চিকিৎসাসেবা সাধারণ রোগীদের দোরগোড়ায় পৌঁছে দিতে যশোরের সেনা মেডিক্যাল টিম মাঠে নামবে বলে জানিয়েছেন ৮৮ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ কবীর। দুপুরে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে সভাশেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
করোনার প্রাদুর্ভাব রোধে করণীয় নিয়ে বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি সভা করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন ও সেনা কর্মকর্তারা। সভায় জনসমাগম কমানো, সামাজিক দূরত্ব বজায় রাখা ও সচেতনতা বৃদ্ধিসহ চিকিৎসা কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সভা শেষে ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ কবীর সাংবাদিকদের ব্রিফিং করেন। তিনি বলেন, ‘মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। করোনা ছাড়াও নানা রোগে আক্রান্ত আছেন মানুষ। যারা চিকিৎসাসেবা পাচ্ছেন না তাদের চিকিৎসার জন্য সেনা মেডিক্যাল টিম শিগগিরই কাজ শুরু করবে।
বৈঠকে উপস্থিত যশোর জেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে. কর্নেল নেয়ামুল বলেন, ‘মসজিদ ও বাজারে জনসমাগম বেশি হচ্ছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এ বিষয়টি নিয়ে গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। ইমাম পরিষদের নেতা ও বাজার কমিটির নেতাদের সঙ্গে জেলা প্রশাসক বৈঠক করবেন। বিশেষ করে বাজার ও মুদি দোকান খোলার সময় নির্ধারণ করা যায় কিনা সেটি ভেবে দেখা হচ্ছে।’ ঘরে থাকার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফ বলেন, ‘প্রতিদিন কন্ট্রোল রুমে অভিযোগ আসছে। সে অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পাঠানো হচ্ছে।’ সবাইকে ঘরে থাকতে তিনি বিশেষভাবে অনুরোধ করেন। সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, সিভিল সার্জন শেখ আবু শাহীনসহ জেলা, পুলিশ প্রশাসন ও সেনা কর্মকর্তারা।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

শুল্কমুক্ত সুবিধায় ৪ দিনে ভারত থেকে ৭২৫ মেট্রিক টন চাল আমদানি

ছাত্র আন্দোলনে নিহত আব্দুল্লাহ’র বাড়িতে উপদেষ্টা এ এফ হাসান আরিফ, করলেন কবর জিয়ারত

ভিসা জটিলতায় কমে গেছে ভারত গামী পাসপোর্ট যাত্রী

নওয়াপাড়ায় ৪ দোকান আগুনে, ক্ষতির পরিমাণ ১৫ লাখ

ভারতে পালিয়ে যাওয়ার সময় না’গঞ্জের স্বেচ্ছাসেবকলীগ নেতা বেনাপোলে আটক

বেনাপোলে মৎস্য ঘের থেকে যুবকের লাশ উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।