সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
যশোরে তীব্র পানি সংকট স্তর নেমেছে ২০ ফুট | চ্যানেল খুলনা

যশোরে তীব্র পানি সংকট স্তর নেমেছে ২০ ফুট

নাফি উজ জামান পিয়াল, যশোর প্রতিনিধি: যশোর জেলায় তীব্র পানি সংকট দেখা দিয়েছে। গ্রীষ্মের খরা তাপে পানি স্তর নেমে যাওয়ায় অধিকাংশ টিউবওয়েল অকেজো হয়ে পড়েছে। সেগুলোতে পানি উঠছে সেগুলোও পরিমাণে কম। গ্রামের মানুষ দূর দূরান্ত থেকে পানি সংগ্রহ করছেন। শহরে ভরসা  পৌরসভার সাপ্লাই। সেখানেও পানির চাপ কম, আছে ময়লা ও দুর্গন্ধের অভিযোগ।
যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তৌহিদুল ইসলাম জানান  পানির স্তর ১৬ থেকে ২০ ফুট নেমে গেছে। এ কারনে সাধারণ টিউবওয়েলে পানি উঠছে না। ২০ ফুটের নিচের স্তরে পানি আছে। যেকারনে ডিপ টিউবওয়েল ও সাব মার্সেবলগুলোতে পানি উঠছে।
যশোর পৌরসভার পানি শাখার সুপারভাইজার ইসাহক হোসেন জানান পৌরসভার প্রতিদিন পানির চাহিদা ৩ কোটি ৬০ লাখ লিটার। শহরের ২৯টি পাম্প থেকে পানি সরবারহ করা হচ্ছে ৩ কোটি ২৬ লাখ ২৪ হাজার লিটার। ৩৩ লাখ ২৪ কম পানি সাপ্লাই দেয়া হচ্ছে।
পানিতে ময়লা ও দুর্গন্ধ থাকার অভিযোগ করেছেন শহরের বেজপাড়ার কবরস্থান পাড়ার শহিদুল ইসলাম, অলিয়ার রহমান, শংকরপুরের এজাজুর রহামান, বেজপাড়ার পিয়ারী মোহন রোডের রফিকুল ইসলামসহ আরো অনেকে। পৌরসভার পানি শাখার উপসহকারী প্রকৌশলী কামাল আহমেদ জানান আয়রনের কারনে পাইপ থেকে পানিতে ময়লা বের হচ্ছে। যেখান থেকে অভিযোগ পাচ্ছি সেখানে যেয়ে পাইপ পরিষ্কার করে দেয়া হচ্ছে। এরপর সাপ্লাই পানিতে আর ময়লা বের হচ্ছে না। এখন পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানি কম  উঠছে। সেই সাথে করোনার কারণে মানুষ বেশি বেশি পানি ব্যবহার করছে। পানির চাহিদাও বেড়ে গেছে। এজন্য কিছুটা সংকট দেখা দিয়েছে। একটু বৃষ্টি হলে পৌরবাসী চাহিদা অনুযায়ী পানি পাবে।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

অবৈধ পথে ভারতে যাবার সময় স্বামী-স্ত্রী আটক

যদি সরকারে থাকার খায়েশ জাগে তাহলে পদত্যাগ করুন

শার্শায় পৈতৃক সম্পত্তি দখল পেতে দ্বারে দ্বারে ঘুরছে কৃষক রহিত আলী

ফুলের রাজধানী গদখালিতে তিন দিবসে শত কোটি টাকার ফুল বিক্রির আশা

শার্শায় তিনদিন ব‍্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

বেনাপোল সীমান্ত থেকে মাদক দ্রব্যসহ অর্ধকোটি টাকার চোরাচালানী পন্য আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।