সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
যশোরে বিদেশ ফেরত ২২ হাজার, হোম কোয়ারেন্টাইনে ৩২৩ জন | চ্যানেল খুলনা

যশোরে বিদেশ ফেরত ২২ হাজার, হোম কোয়ারেন্টাইনে ৩২৩ জন

যশোর প্রতিনিধি :: যশোরে ৩২৩ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। তবে, কেউ আইসোলেশনে নেই। আর বিদেশ থেকে গত ১৭ দিনে যশোরের ঠিকানা ব্যবহার করে দেশে ফিরেছেন প্রায় ২২ হাজার জন। এছাড়া কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার (২১ মার্চ) দুপুরে যশোর সার্কিট হাউজে অনুষ্ঠিত করোনা ভাইরাস প্রতিরোধ লক্ষ্যে গঠিত জেলা কমিটির সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফ এ তথ্য জানান।
সভায় করোনা ভাইরাস সংক্রান্ত চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রাখতে চিকিৎসা সামগ্রী সংগ্রহের ব্যাপারে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে জেলা প্রশাসক আরও বলেন, ‘আইসোলেশন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য হাসপাতালে কিছু জায়গা নির্ধারণ করে রাখা হয়েছে। এখন পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে কাউকে আনা হয়নি। সবাই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। গত ৪ মার্চ থেকে প্রায় ২২ হাজার জন যশোরের ঠিকানা ব্যবহার করে বিদেশ থেকে দেশে এসেছেন। তাদের নাম-ঠিকানা ইউনিয়নওয়ারি ভাগ করে সব ইউনিয়ন পরিষদে পাঠানো হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে গঠিত কমিটি তাদের বাড়িতে-বাড়িতে গিয়ে হোম কোয়ারেন্টাইন মানার বিষয়টি নিশ্চিত করবেন।
এছাড়া যশোর জেলায় কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান না করার জন্য জেলার সব কমিউনিটি সেন্টার মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফের সভাপতিত্বে সভায় সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুসহ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

সাত বছর সাজা ভোগ শেষে ২ ভারতীয় নাগরিককে স্বদেশে প্রত্যাবাসন

যশোরের শার্শা সীমান্তে পিটুনিতে দুই যুবকের মৃত্যু

বিজয় দিবসে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

বর্ণীল আয়োজনে শার্শায় মহান বিজয় দিবস উদযাপন

বিজয় দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন

কোন ইন্ধনে নয় সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধের আহব্বান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।