সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
যশোরে মজুরি বৃদ্ধির দাবিতে বন্দর শ্রমিকদের মানববন্ধন | চ্যানেল খুলনা

যশোরে মজুরি বৃদ্ধির দাবিতে বন্দর শ্রমিকদের মানববন্ধন

চ্যানেল খুলনা ডেস্কঃহ্যান্ডলিং শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের অফিসের সামনে দুইটি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিপুল সংখ্যক শ্রমিকদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে বেনাপোল স্থলবন্দর অফিসের সামনে এই মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ৯২৫ এর সাধারণ সম্পাদক অহিদুজ্জামান অহিদ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ৮৯১ ইউনিয়নের সভাপতি মো. কলিমউল্লাহ, সহসভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানে, হ্যান্ডলিং শ্রমিক ৯২৫ ইউনিয়নের সভাপতি মো. রাজু আহম্মেদ রাজু, সহসভাপতি আব্দুর রশিদ মল্লিক, সাধারণ সম্পাদক অহিদুজ্জামান অহিদ, সাংগঠনিক সম্পাদক সাজুল হোসেন।

বেনাপোল স্থল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ৯২৫ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. অহিদুজ্জামান অহিদ বলেন, ‘মোংলা বন্দর, বুড়িমারী বন্দর, চট্টগ্রাম বন্দরসহ অন্যান্য বন্দরগুলোতে আমদানিকৃত মালামাল লোড-আনলোডের জন্য শ্রমিকদের প্রতি মেট্রিক টন ৩০ টাকা ৫৩ পয়সা চার্জ দেওয়া হয়। তাহলে বেনাপোল বন্দরের শ্রমিকরা কেন এই চার্জ পাবে না।

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে যশোর-১, শার্শা আসনের এমপি শেখ আফিল উদ্দিন আহ্বান জানিয়েছেন, অন্যান্য বন্দরে চার্জের ন্যায় বেনাপোল বন্দরের শ্রমিকদের মজুরি ঠিক রেখে সেই চার্জ অনুযায়ী যেন দরপত্র আহ্বান করা হয়। কিন্তু স্থলবন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান সে কথার মূল্যায়ন না করে নিম্ন দরে দরপত্র আহ্বান করেছেন। বেনাপোলের সকল শ্রমিক ভাইদের পরিবারের কথা চিন্তা করে এই নিন্ম দরে দরপত্র প্রত্যাহার জানিয়ে ও অন্যান্য বন্দরের ন্যায় বেনাপোল বন্দরের শ্রমিকদের সর্বোচ্চ ন্যায্য মূল্যে মজুরি প্রদানে মানববন্ধনের মাধ্যমে তিনি আহ্বান জানান। যদি তাদের এই দাবি পূরণ না হয় তবে আগামীতে আরও কর্মসূচি গ্রহণ করা হবে বলে তিনি জানান।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

পাটের ব্যাগ পুনরায় সর্বত্র চালুর উদ্যোগ নিয়েছি : সাখাওয়াত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।