সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
যশোর ও কুস্টিয়ায় বিএসটিআই'র মোবাইল কোর্ট পরিচালনা : ৭২ হাজার টাকা জরিমানা | চ্যানেল খুলনা

যশোর ও কুস্টিয়ায় বিএসটিআই’র মোবাইল কোর্ট পরিচালনা : ৭২ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর খুলনা বিভাগীয় অফিসের উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান মো: আলাউদ্দিন হুসাইন এর নির্দেশনায় বিভাগীয় অফিসের কর্মকর্তারা মঙ্গলবার (২৩ জানুয়ারি) খুলনা বিভাগের যশোর ও কুস্টিয়ায় জেলায় পৃথক দুই মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠানকে ৭২ হাজার টাকা জরিমানা করে।

যশোরে খুলনা বিএসটিআই বিভাগীয় অফিস এবং মনিরামপুর উপজেলা প্রশাসন এর সমন্বয়ে উপজেলার ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডার, সাতক্ষীরা ঘোষ ডেয়ারি ও দাদা ভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট নামের ফার্মেন্টেড মিল্ক (দই) উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া আরও ৭টি ফার্মেন্টেড মিল্ক (দই) উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

উক্ত মোবাইল কোর্ট পরিচালনার নেতৃত্বে দেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান, প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার ( সিএম) প্রকৌঃ মাহমুদুল হাসান রানা।

অপরদিকে কুস্টিয়া খোকসা উপজেলা প্রশাসন এর সমন্বয়ে কুষ্টিয়ার বিলজানি বাজার ও খোকসা বাজারের দুই প্রতিষ্ঠানকে বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারা অনুযায়ী ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রতিষ্ঠানগুলো হলো, বিলজানি বাজারের মেসার্স রিফাত বেকারি ও খোকসা বাজারের মেসার্স ভবেশ দধি ভান্ডার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার এর নেতৃত্বে উক্ত ভ্রাম্যমান আদালতে দায়িত্ব পালন করেন খুলনা বিএসটিআই বিভাগীয় অফিস কর্মকর্তা ফিল্ড অফিসার ( সিএম) মোঃ আব্দুল মান্নান।

বিএসটিআই’র সহকারী পরিচালক (সিএম) গোবিন্দ কুমার ঘোষ বলেন, জনস্বার্থে খুলনা বিএসটিআই’র এরুপ কার্যক্রম অব্যাহত থাকবে।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষনায় আমদানিকৃত কোটি টাকা মূল‍্যের পন্য জব্দ

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে “শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ” এর পক্ষ থেকে গাছের চারা বিতরণ

যশোরে আগ্নেয়াস্ত্র-ওয়াকিটকিসহ চার যুবক গ্রেফতার

ভারতীয় ডেপুটি হাইকমিশনারের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন

ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় ছেলে খুন, বাবা গুরুতর জখম

শার্শা থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে এসপিকে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।