যশোর প্রতিনিধি: যশোরে আজ থেকে স্থানন্তরিত হওয়া কাচা বাজার বসছে শহরের প্রধান ঈদগাহ ময়দানে। প্রতিটি দোকানের দূরত্ব একটি থেকে অন্যটি ১৫ ফুট। যাতে মানুষের ভিড় না জমে। সেই সাথে কেনাকাটার সময়টাও যেন নিরাপদ শারীরিক দূরত্ব রক্ষা হয়। যশোরে ক্রমশই করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আর তার জন্য সামাজিক দূরত্ব নিশ্চিত করতে যশোর জেলা প্রশাসনের এই উদ্যোগ।
ঈদগাহ মাঠের পাশেই শহরের মুন্শি মেহেরুল্লাহ ময়দানে ( টাউন হল মাঠ) বসেছে মাছ ও মাংসের বাজার । গত
মঙ্গলবার বাজারে স্থানান্তরের এমন প্রশাসনিক সিদ্ধান্ত হয়।
আজ সকালে সরেজমিন দেখা গেছে, কাচা বাজারের দোকানগুলি নিরাপদ দূরত্ব মেনেই বসেছে। ফলে ক্রেতারাও
সামাজিক দূরত্ব মানতে বাধ্য হচ্ছে। একজন স্বেচ্ছাসেবী সামাজিক দূরত্ব বজায় রাখতে হ্যান্ড মাইক নিয়ে পুরো বাজারে মাইকিং করছে।মাছ মাংসের বাজারে গিয়ে দেখা যায় সেখানে স্বল্প সংখ্যক দোকান বসেছে আর অন্যরা এখনো দোকান প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন।
প্রশাসনিক সূত্রে জানা গেছে বড় বাজারের স্থানন্তরিত কাচা বাজার ও মাছ-মাংসের বাজারের প্রায় সাড়ে তিনশত দোকানদার ক্রয়-বিক্রয় করবেন। এসকল বিক্রেতাদের প্রশাসনের পক্ষ থেকে পরিচয়পত্রও দেয়া হয়েছে।
সকাল থেকে দুপুর ২ টার পর পর্যন্ত বাজার খোলা থাকবে। আর এর তদারকির জন্য পুলিশ প্রশাসন কাজ করবে।