কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ যাত্রীসেবা উন্নয়নে রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কোটচাঁদপুর স্টেশনে এ সভা করা হয়। এ সময় উঠে আসে কোটচাঁদপুর স্টেশনের কিছু সমস্যা,কিছু চাওয়ার কথা। যার
মধ্যে উল্লেখ যোগ্য ছিল যাত্রীদের জন্য সব ট্রেনের ছিট সংখ্যা বৃদ্ধি,পাকিংয়ের জায়গা পাকাকরন,রেলস্টেশনে আসার রাস্তা পাকাকরন,ডাউন প্লাট ফর্মের টিন শের্ড নির্মান,পুরাতনটা মেরামত। সভায় উপস্থিত ছিলেন রেলওয়ের ডিভিশনাল ম্যানেজার আসাদুল হক, ডিভিশনাল ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান,ডিভিশনাল ট্র্যান্সপ্যারেশন অফিসার আব্দুল্লা আল-মামুন,কোটচাঁদপুর পৌর সভার মেয়র জাহিদুল ইসলাম,পৌর আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক শহিদুজ্জামান সেলিম,স্বেচ্ছা-সেবকলীগের পৌর শাখার আহবায়ক জাহিদ হোসেন,রুস্তম কবির। এ ছাড়া উপস্থিত ছিলেন কোটচাঁদপুর স্টেশনের স্টেশন মাস্টার সহ কর্মকর্তা চারীরা। এ সময় আসাদুল হক বলেন,যাত্রী সেবা নিশ্চত করতে যা যা করনীয় আমরা তা করব। তিনি স্টেশন মাস্টারকে স্টেশন পরিচালনা কমিটি করারও নির্দেশ দেন সভা থেকে। তিনি উপস্থিত নেতৃবৃন্দের কথা মনযোগ দিয়ে শোনেন। এবং বলেন যতদ্রুত সম্ভব আপনারদের চাহিদা ও স্টেশনের সমস্যা সমাধানের ব্যবস্থা করা হবে।