চ্যানেল খুলনা ডেস্কঃ করোনাভাইরাসে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৭৩ হাজার ছাড়িয়েছে। দেশটিতে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১ হাজার ১২৩ জন। এতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ হাজার ৩৯৪ জন। সেখানে করোনায় মোট আক্রান্ত হয়েছে ১২ লাখ ২৪ হাজার ৯৭৫ জন।
বুধবার (৬ মে) রাত ১২টায় করোনা পরিস্থিতি জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটার্সের পরিসংখ্যানে এ তথ্য পাওয়া গেছে। সংস্থাটির ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে চিকিৎসায় সুস্থ হয়েছেন ২ লাখ ৩ হাজার ৭৫৩ জন রোগী। চিকিৎসাধীন রয়েছেন ৯ লাখ ৭০ হাজার ৮২৮ জন, এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১৬ হাজার ১৭৩ জন।
বিশ্বের ক্ষমতাধর দেশটির ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি নিউইয়র্ক রাজ্যে। সেখানে মারা গেছে ২৫ হাজার ৪৩৬ জন। আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩০ হাজার ১৯০জন। নিউ জার্সিতে মারা গেছে ৮ হাজার ৫৬১ জন। ম্যাসাচুসেটসে মৃতের সংখ্যা ৪ হাজার ২১২ জন। মিশিগানে মারা গেছে ৪ হাজার ২১২ জন। পেনসালভানিয়ায় ৩ হাজার ১২ জন।
এ ছাড়া ইলিনয়িসে ২ হাজার ৮৩৮ জন, ক্যালিফোর্নিয়ায় ২ হাজার ২৯৪ জন, কানেক্টিকাটে ২ হাজার ৫৫৬ জন ও লুসিয়ানায় ২ হাজার ১১৫ জনের মৃত্যু হয়েছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৭ লাখ ৯৩ হাজার ৮৬৯ জন। মোট মৃতের সংখ্যা ২ লাখ ৫২ হাজার ৫৩৬ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৫০৯ জনের, নতুন করে আক্রান্ত হয়েছে ৬৯ হাজার ৩৫১ জন। চিকিৎসার পর বিশ্বে সুস্থ্ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১২ লাখ ৭৮ হাজার ২৪১ জন।