সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
‘যৌনকর্মী’ বলায় বিজেপি নেতাকে পাল্টা দিলেন সায়নী | চ্যানেল খুলনা

‘যৌনকর্মী’ বলায় বিজেপি নেতাকে পাল্টা দিলেন সায়নী

সম্প্রতি পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত বিজেপির এক সংসদ সদস্য অভিনেত্রী সায়নী ঘোষকে ‘যৌনকর্মী’দের সঙ্গে তুলনা করে তুমুল সমালোচনার জন্ম দিয়েছেন। এবার তাকে পাল্টা কঠিন জবাব দিলেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি বিষ্ণুপুরের বিজেপি সংসদ সদস্য সৌমিত্র খাঁ সায়নীকে উদ্দেশ্য করে বলেছেন, ‘শিবলিঙ্গকে যারা অপমান করেছে, আমাদের মা মনসাকে যারা অপমান করেছে তারাই অরিজিনাল যৌনকর্মী বলে আমি মনে করি। ’ তবে ছেড়ে দেবার পাত্র নন সায়নী ঘোষ। পাল্টা জবাব তিনিও দিয়েছেন।

সায়নী বলেছেন, ‘মানুষের বৃত্তিকে গালাগালের পর্যায়ে নিয়ে যাওয়ার একটা নতুন প্রবণতা দেখতে পাচ্ছি। কেউ কেউ ভাবছে, হিজড়া বা যৌনকর্মী বলে অপমান করা যায়। কিন্তু আমি সব পেশাকে সমান নজরে দেখি। ’ বিজেপি সংসদ সদস্য সৌমিত্র খাঁর ব্যাপারে তিনি বললেন, ‘রাগে, শোকে ওর ভারসাম্য হারানোটাই স্বাভাবিক। ’

তবে সৌমিত্রর ‘যৌনকর্মী’ মন্তব্যের পর সায়নী কোনো আইনি পদক্ষেপ নিতে চান না। এতটা নিষ্ঠুরও তিনি নন। তিনি বলেন, ‘নারীদের সম্মান করা এদের রক্তে নেই। উনি সম্পূর্ণ কিছু নতুন গল্প তৈরি করছেন। যে কথাগুলো আমি উচ্চারণই করিনি, সেগুলো তুলে আনছেন। আজ আবার নতুন একটা কথা শুনলাম, আমি নাকি দেবী সরস্বতীকে যৌনকর্মী বলেছি! মানুষকে যে কী বোঝাতে চাইছেন, তিনিই জানেন। ওর নামে মামলা করাই যায়, কিন্তু এমন বেফাঁস বা বোকা কথা বলার জন্য তার নিজের দলের লোকেরাই ওকে পছন্দ করেন না। আমি তাই আলাদা করে কিছুই করতে চাই না। ’

অভিনেত্রী সায়নীকে ‘যৌনকর্মী’ বলে আক্রমণ বিজেপি নেতার

গত বুধবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের সভায় ভাষণ দেওয়ার সময় এসব মন্তব্য করেন রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। তিনি জানিয়েছিলেন, বাংলায় যদি বিজেপি ক্ষমতায় আসে, তবে সাইকেল নয়, শিক্ষার্থীদের স্কুটার উপহার দেওয়া হবে।

তার এই বক্তব্যেরও জবাব দিয়েছেন সায়নী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘স্কুটার দেবেন খুব ভালো কথা। কিন্তু সেটা চলবে না তো। পেট্রল, ডিজেলের যা দাম… আপনি হয়তো ফ্রিতে পান তাই মাথা ঘামান না। ’

সৌমিত্র খাঁ-কে পরামর্শ দিয়ে সায়নী বলেন, ‘যারা আপনাকে ভোট দিয়ে জিতিয়েছেন তাদের পাশে একটু দাঁড়ান ও দায়িত্ববান হোন। ’

অবশ্য বিজেপি দলের পক্ষ থেকে শুক্রবার (২৯ জানুয়ারি) শমীক ভট্টাচার্য সৌমিত্রের ওই মন্তব্যকে ব্যক্তিগত বলে জানিয়েছেন। এটি দলের মত নয়। তবে দলের দায়ও তিনি এড়িয়ে যাননি। তার ওই মন্তব্যের জন্য শমীক দলের পক্ষ থেকে সায়নী ও রাজ্যবাসীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন।

শমীক ভট্টাচার্য ক্ষমা চাওয়ার পর সায়নীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি শমীক দা এবং বিজেপির অন্যান্যদের ধন্যবাদ জানাচ্ছি। শমীকদার কথায় বিজেপির প্রতি সম্মান বাড়লো। আশ্বস্ত বোধ করছি। আমি কোনও রাজনৈতিক দলে নেই। স্বাধীন মেয়ে, আমার যা পরিচিতি তা খেটে অর্জন করেছি। আমার মনে হয়, কেউ কোনও কথা বলতেই পারেন, তার জন্য কাউকে ব্যক্তিগত আক্রমণ করা উচিত নয়। রাজনীতি মানে নোংরা, অভিনেত্রী মানে লাইনে কাজ করে, মানুষের এই ভাবনাটা আমাদেরই বদলানো উচিত। ’

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

বরবাদের টিকিট আমার পরিবারও পাচ্ছে না : শাকিব খান

আবারও অস্কারের মঞ্চে ‘আরআরআর’ সিনেমা

রোমান্টিক গল্পেই অভিনয় করতে চান নীহা

মডেল মেঘনা আলমকে অপহরণের অভিযোগ ‘সঠিক নয়’ : ডিএমপি

আজ ঢাকা মাতাবেন জনপ্রিয় পাকিস্তানি শিল্পী আইমা বেগ

নেটিজেনদের প্রশংসায় ভাসছেন মিম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।