সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
যৌন দৃশ্যের পর ফ্লোরে পড়ে কেঁদেছি: কুবরা সাইত | চ্যানেল খুলনা

যৌন দৃশ্যের পর ফ্লোরে পড়ে কেঁদেছি: কুবরা সাইত

‘রেডি’ সিনেমায় প্রথম অভিনয় করেন কুবরা সাইত। তবে ওয়েব সিরিজ ‘স্যাকরেড গেমস’-এর মাধ‌্যমে আলোচনায় আসেন এ অভিনেত্রী। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত এই সিরিজ পরিচালনা করেন অনুরাগ কাশ‌্যপ। এতে অন্তঃরঙ্গ দৃশ‌্যে দেখা গেছে তাকে। সম্প্রতি এই দৃশ‌্যের শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন কুবরা।
যৌন দৃশ‌্যে অভিনয় করা কুবরার জন‌্য মোটেও সহজ ছিল না। সেই অভিজ্ঞতা জানিয়ে এই অভিনেত্রী বলেন, বিভিন্ন অ‌্যাঙ্গেল থেকে পরিচালক অনুরাগ কাশ‌্যপ সাতবার দৃশ‌্যটির শট নিয়েছেন। সপ্তমবার যখন দৃশ‌্যটির শট নেওয়া হচ্ছিল, তখন আমি ভেঙে পড়েছিলাম। আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। পরিচালক আমার কাছে এসে বলেন, ‘তোমাকে ধন‌্যবাদ।’ ওই সময়ে বুঝতে পারি দৃশ‌্যটি শেষ হয়েছে।

যৌন দৃশ‌্যটির শট শেষ করার পর কান্নায় ভেঙে পড়েছিলেন কুবরা। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, সাতবার যৌন দৃশ‌্যটির শট নিয়েছেন অনুরাগ। কারণ বিভিন্ন অ‌্যাঙ্গেল থেকে দৃশ‌্যটি দেখার চেষ্টা করছিলেন তিনি। যৌন দৃশ‌্যের শট শেষ হওয়ার পর ফ্লোরে পড়ে আমি শুধু কেঁদেছি। এ সময় নওয়াজউদ্দিন সিদ্দিকী বলেছিলেন, তোমার বাইরে যাওয়া উচিত। কারণ এখনো আমার দৃশ‌্য বাকি আছে।
মুম্বাইয়ের পুলিশ কর্মকর্তা সারতাজ সিং। গ্যাংস্টার গণেশ গাইতোন্ড তাকে ফোন করে ২৫ দিনের মধ্যে শহরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে বলেন। এর পরবর্তী ২৫ দিনের ঘটনা প্রবাহের বিস্তারিত এতে দেখানো হয়েছে। পুলিশ কর্মকর্তা সারতাজ সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলী খান। আর গ‌্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

এবার নির্বাচনে লড়বেন আহমেদ শরীফ

তিন বছর পর বিচ্ছেদের খবর দিলেন অভিনেত্রী আফসান আরা বিন্দু

ঢাকা-৮ আসনে প্রার্থী হবেন মেঘনা আলম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

রেড সি ফেস্টিভ্যালে ইদ্রিস এলবা, অ্যান্থনিদের সঙ্গে আলো কাড়লেন কার্তিকও

ওমর সানী ‘নারীশাসিত’ পুরুষ ও ‘ক্লিব লিঙ্গের মতো’ মানুষ, কিন্তু ভাইকে আমি ভালোবাসি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।