আগামী রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে মেয়রপ্রার্থী হিসেবে আবারও দলীয় মনোনয়ন পেলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও রংপুর সিটি করপোরেশনের বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
শনিবার (২১ আগস্ট) সন্ধ্যায় রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় পার্টি (জাপা) রংপুর জেলা ও মহানগর কমিটি আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এ ঘোষণা দেন।
তিনি বলেন, রংপুরকে যেহেতু আমরা সবচেয়ে শক্তিশালী ঘাঁটি হিসেবে বিবেচনা করি, এখানকার যোগ্য নেতৃত্বের জন্য আমরা মোস্তাফিজার রহমান মোস্তফাকে রংপুর সিটি নির্বাচনে মেয়র প্রার্থী নির্বাচিত করেছি।
জিএম কাদের বলেন, আমরা মনে করি- আগামী নির্বাচন যদিও অনেক দেরি আছে, এখন থেকেই আমাদের নানানভাবে প্রস্তুতি নিতে হচ্ছে। সে কারণে আগামী রংপুর সিটি নির্বাচনে আমি জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে মোস্তফাকে মেয়রপ্রার্থী ঘোষণা করলাম।
এদিকে, উপস্থিত নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর) আসনের প্রার্থী হিসেবে জাপা চেয়ারম্যান জিএম কাদেরের নাম ঘোষণা করেন। এ সময় জিএম কাদের তাদের এ ঘোষণাকে স্বাগত জানান।
বর্তমানে এ আসনে সংসদ সদস্য হিসেবে আছেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে রাহগীর আল মাহি এরশাদ ওরফে সাদ এরশাদ। জিএম কাদের বর্তমানে লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য।
রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ আব্দুর রাজ্জাক।
এ সময় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন সাবেক এমপি শাহানারা বেগম, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও রংপুর মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, কেন্দ্রীয় সদস্য ও মহানগর সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল মামুন, জাতীয় যুব সংহতি রংপুর জেলার সভাপতি হাসানুজ্জামান নাজিম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, জাতীয় যুব সংহতি রংপুর মহানগর সভাপতি শাহিন হোসেন জাকির, সাধারণ সম্পাদক শান্তি কাদেরী, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির রংপুর মহানগর আহ্বায়ক ফারুক হোসেন মণ্ডল, জাতীয় শ্রমিক পার্টির রংপুর জেলার সভাপতি রাজু আহমেদ ও মহানগর সভাপতি তোফাজ্জল হোসেন তোফা প্রমুখ।
প্রসঙ্গত, ২০১৭ সালের ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন মোস্তাফিজার রহমান মোস্তফা।