চ্যানেল খুলনা ডেস্কঃরংপুর-৩ উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মহাজোট প্রার্থী লাঙ্গল প্রতীকের রাহগীর আল মাহী ওরফে সাদ এরশাদ।শনিবার (৫ অক্টোবর) নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শেষে বিকালে শুরু হয় গণনা। এরপর সন্ধ্যায় নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে রংপুরের পুলিশ হলে বেসকারিভাবে এ নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এতে ৫৮৮৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাদ এরশাদ।
সাদ এরশাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী রিটা রহমান ধানের শীষ প্রতীকে ১৬৯৪৭ ভোট পেয়েছেন।মোট ৬ প্রার্থী এ নির্বাচনে অংশ নেন। রংপুর-৩ (সদর) আসনে উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী রাহগির আলমাহি সাদ এরশাদ (লাঙল), বিএনপি মনোনীত প্রার্থী রিটা রহমান (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ (মোটরগাড়ি), এনপিপির শফিউল আলম (আম), গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ বায়েজিদ (মাছ) এবং খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মন্ডল (দেয়াল ঘড়ি) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রংপুর-৩ (সদর) আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৪১ হাজার ২২৪। এদের মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ২০ হাজার ৮২৩ জন এবং নারী ভোটার দুই লাখ ২০ হাজার ৪০১ জন। নির্বাচনে ছয়জন প্রার্থী ভোটের লড়াই করছেন।