সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রবীন্দ্রসংগীতে কণ্ঠ দিয়েছেন নায়িকা সুবাহ | চ্যানেল খুলনা

রবীন্দ্রসংগীতে কণ্ঠ দিয়েছেন নায়িকা সুবাহ

ঢাকাই সিনেমার এ প্রজন্মের চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ। অভিনয়ের পাশাপাশি কণ্ঠশিল্পী হিসেবে বেশ সুনাম রয়েছে তার। এবার তার কণ্ঠে শোনা যাবে রবীন্দ্রসংগীত। সম্প্রতি ‘আমারও পরানো যাহা চায়’ শিরোনামের জনপ্রিয় রবীন্দ্রসংগীতে কণ্ঠ দিয়েছেন সুবাহ। গানটি নতুন করে সংগীত আয়োজন করেছেন ইফতেখারুল এহতেশাম লালিন।

সোমবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে গানটি উপভোগ করা যাবে সুবাহর নিজের ইউটিউব চ্যানেলে। গানটির ভিডিও নির্মাণে চিত্রগ্রহণ, পরিচালনা ও সম্পাদনা করেছেন সোহাগ খান এসকে।

গান প্রসঙ্গে সুবাহ বলেন, ‌‘’আমার প্রথম গাওয়া মৌলিক গান ‘চল মেলায় যাইরে’। গানটি মুক্তি পেয়েছে সংগীতা মিউজিকের ব্যানারে। প্রকাশ হয়েছিল ২০১৯ সালে। আর তখন থেকেই আমার সংগীতে পা রাখা। দীর্ঘদিনের গানের সঙ্গে পথচলার প্রেরণাতেই রবীন্দ্রনাথের গানে কণ্ঠ দিয়েছি। আশা করছি শ্রোতারা উপভোগ করবেন।’’

তিনি আরও বলেন, ‘এ ছাড়াও নজরুলসংগীত ও কিছু মৌলিক গান গেয়েছি আমি। পুরোনো কিছু গানের কভারও করেছি। সেগুলো শিগগিরই আমার ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করব। আমি অভিনয়কে ভালোবাসি অভিনয়ের পাশাপাশি গান নিয়েও থাকতে চাই।’

উল্লেখ্য, রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক হয় সুবাহর। প্রথম সিনেমা দিয়ে দর্শকের নজর কেড়েছেন এই চিত্রনায়িকা। মুক্তির অপেক্ষায় আছে তার আরও পাঁচটি সিনেমা।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

হাসপাতালে ভর্তি প্রয়াত গায়ক জুবিনের স্ত্রী

‘কেজিএফ’ অভিনেতা হরিশ মারা গেছে

সিয়াম-চঞ্চলকে সঙ্গে নিয়ে রাফী বললেন, ‘ঘটনা ঘটিয়ে ফেলেছি’

রুনা লায়লাকে নিয়ে উপন্যাস, প্রকাশিত হবে শিল্পীর জন্মদিনে

জন্মদিনে ‘কিং’-এর ঝলক দেখালেন শাহরুখ খান

অনন্য মামুনের ফেসবুক পোস্ট, তামান্না ভাটিয়া নিয়ে নতুন সিনেমার জল্পনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।