সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রামপালে ও মোংলায় আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মানে ব্যাপক অনিয়মের ও দুর্নীতির অভিযোগ | চ্যানেল খুলনা

খসে পড়ছে গরীবের ঘরের পলেস্তার ও ফাটল!

রামপালে ও মোংলায় আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মানে ব্যাপক অনিয়মের ও দুর্নীতির অভিযোগ

চ্যানেল খুলনা ডেস্কঃরমেশ মন্ডল (৪৫) বাস করেন উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের ছোট সন্যাসী গ্রামে। তার পেটের নাড়িতে প্যাচ লাগায় খুমেক হাসপাতাল থেকে মেজর অপারেশন করা হয়েছে। চিসিৎসকগণ তাকে বাঁচাতে পেটের ভেতর থেকে মলত্যাগ করতে বিকল্পভাবে নল সংযোজন করে দিয়েছে। বর্তমানে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দিনযাপন করছেন।

তার ছোট্ট এক খন্ড জমি আছে। কিশোর বয়সের একটি মাত্র ছেলে। সংসারের ঘানি টানছেন স্ত্রী শুকলা মন্ডল। স্বামী সন্তানকে বাঁচাতে মোংলা ইপিজেডে শ্রমিকের কাজ নিয়েছেন। জমি আছে ঘর নাই প্রকল্পের আওতায় তাকে দূর্যোগ সহনশীল একটি সেমিপাকা ঘর দেওয়া হয়েছে। ওই ঘর নিতে তাকে পরিবহণ বাবদ গুনতে হয়েছে ৩৫ হাজার ৫ শত টাকা।

এছাড়াও মিস্ত্রী ও শ্রমিকদের খাবার বাবদ গুনতে হয়েছে ৭ থেকে ৮ হাজার টাকা। তিনি আরো জানান, তাকে দেওয়া ঘরে লাগানো হয়েছে নিন্মামনের কাঠ। ইট ও বালি বাবদ গুনতে হয়েছে ১৫ শত টাকা। একইভাবে উপজেলার হুড়কা ইউনিয়নের চাড়াখালী গ্রামের অসুস্থ্য আজাহার আলী শেখকে একটি ঘর করে দেওয়া হয়েছে। ওই ঘরেও তাকে পরিবহন বাবদ গুনতে হয়েছে ৪০ হাজার টাকা।

মাত্র ৩ মাস পরে সরজমিনে গিয়ে দেখা যায় ঘরের পিলারসহ বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দিয়েছে। মেঝে ও দেওয়ালের পলেস্তারা খসে পড়ছে। ঘরে লাগানো নিন্মমানের কাঠ কোথাও কোথাও বেকে গেছে। আজাহারের স্ত্রী তাসলিমা বেগম জানান, এই ঘর করতে তার পরিবহন বাবদ খরচ হয়েছে ৩৫ থেকে ৪০ হাজার টাকা।

তিনি দুঃখ করে বলেন, আমাগো সরকারিভাবে যে ঘর দিয়া ওইচে তাতে থাকতি ভয় নাগদিছে। শুনিলাম আমার খরজের টাহা ফেরত পাবানি কিন্তু তা এ্যাহোনো পয্যন্ত পাইনেই। উপজেলার গৌরম্ভা ইউনিয়নের ছায়রাবাদ গ্রামের আকরাম শেখের স্ত্রী আফরোজা বেগমের বাড়িতে গেলে তিনি জানান, এই ঘর কত্তি আমার নাগিচে ৪০ হাজার টাহা। কিছু কাঠ ও আমার দিয়া নাগিচে।

পাইখানাডা এ্যাহোনো ঠিক করে দিনেই। পার্শবর্তী বর্ণি গ্রামের ফিরোজ শেখের বিধবা স্ত্রী শিরিনা বেগম জানান, তাকেও পরিবহন খরচ দিতে হয়েছে ২৫ থেকে ২৬ হাজার টাকা। তার ছেলে পিয়ার আলী জানান, এখনও পর্যন্ত ঘরের কিছু কাজ করতে বাকি রয়েছে। এভাবে হুড়কা ইউনিয়নের ছিদামখালী গ্রামের অজয় মন্ডলের বাড়িতে গিয়ে দেখা যায় তার ঘরের ও বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে।

ঘরের মালামাল পরিবহন, মিস্ত্রী ও শ্রমিকদের খাওয়া বাবদ খরচ হয়েছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা। তিনি আরও জানান, ওই সময় শ্রমিকদের চা খাওয়ার জন্য চিনি ক্রয় করা হয়েছে সাড়ে ৩ থেকে ৪ কেজি এবং দেড় কেজী চা পাতি। জমি আছে ঘর নাই প্রকল্পের আওতায় ২২টি সেমিপাকা ঘর নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠার পর বাগেরহাট জেলা প্রশাসক ও রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল এর আশ্বাসের পরও কোন সুফল মেলেনি।

গ্রামীন অবকাঠামো (টিআর) রক্ষনাবেক্ষনের বিশেষ কর্মসূচীর আওতায় উপকূলীয় অঞ্চলের হতদরিদ্রদের মাঝে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও জীবন মান উন্নয়নের লক্ষে এ ঘর বরাদ্দ দেওয়ার কথা থাকলেও প্রকৃতপক্ষে গৃহহীনদের অনেকেই এই ঘর পায়নি। যারা পেয়েছে তাদের গুনতে হয়েছে মোটা অংকের টাকা। ঘর নির্মানের অনিয়মের মধ্যে রয়েছে, ঘরের চালে, দরজা, জানালায় ব্যবহার করা হয়েছে নিন্মমানের নির্মান সামগ্রী। পরিবহন ব্যয়ও উপকারভোগীদের বহন করতে হয়েছে।

মেঝেতে বালির পরিবর্তে দেওয়া হয়েছে মাটি। উপকারভোগীদের শ্রমিক হিসাবে নিয়োগ করে তাদের পারিশ্রমিক দেওয়া কথা থাকলেও তা দেওয়া হয়নি। উল্টো মিস্ত্রীদের দু-বেলা আহার জোগাতে হয়েছে অসহায় এই পরিবারগুলোকে। অভিযোগ রয়েছে গৃহহীনদের বঞ্চিত করে অনেক স্বচ্ছল পরিবারকেও দেওয়া হয়েছে এই ঘর।

নিয়ম অনুযায়ী উপজেলা পিআইসি কমিটি প্রকৃত উপকার ভোগীদের যাচাই বাছাই করে প্রেরণের কথা থাকলেও সেটি অনুসরণ করা হয়নি এমন অভিযোগ উঠেছে। জেলা প্রশাসনের মনিটরিং দূর্বল থাকায় ও উপজেলা প্রশাসনের পিআইসি কমিটির উদাসীনতায় ঘর নির্মানে এমন অনিয়মের ঘটনা ঘটেছে বলে সচেতন মহল মনে করেন।

উপজেলার ২২ টি ঘরের অনকূলে ২ লক্ষ ৫৮ হাজার ৫৩১ টাকা করে মোট ৫৬ লক্ষ ৮৭ হাজার ৬৮২ টাকা বরাদ্দ করা হয়েছে। এ ব্যাপারে রামপাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাহিদুজ্জামানের মুঠোফোনে কথা হলে তিনি জানান, মাত্র ৩ মাসে ঘরে ফাটল ধরার কথা না। আমাকে কিছু ছবি দেন আমি দেখি। বাচাই বাছাই করে অনিয়মের বিষয় ব্যবস্থা গ্রহন করবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল জানান, যে সমস্থ ঘরে ফাটল ধরেছে, তারা আমার নিকট অভিযোগ করলে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কেউ পরিবহন খরচ হিসাবে টাকা নিয়ে থাকলে তাদের বিরুদ্ধে ও ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুন উর রশিদ এর মুঠোফোনে কথা হলে তিনি জানান, অনিয়মের বিষয়গুলি আমার জানা নাই । নির্দিষ্ট তথ্য পেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ,রামপাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাহিদুজ্জামানের বিরুদ্ধে মংলায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দির্ঘ দিনের । অনিয়ম ও দুর্নীতির সাথে জরিত কর্মকর্তা দীর্ঘ প্রায় ৮’/৯ বছর ধরে মোংলা ও রামপাল উপজেলায় কর্মরত রয়েছেন তিনি।
সম্প্রতি ঘূর্ণিঝড় ফণী’র আঘাতে মোংলা উপজেলায় যে য়ক্ষতি হয়েছে তার চেয়ে অনেক বেশি ক্ষতি দেখানোয় তাকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। এ ছাড়া মোংলা থেকে সদ্য বদলি হওয়া সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বিরুদ্ধে অনিয়মসহ নানা অভিযোগ এনে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি দিয়েছেন। অপরদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও ঠিকাদাররা তার বিরুদ্ধে প্রকল্পের কাজে উৎকোচ আদায়ের অভিযোগ করেছেন।
জানা গেছে, ২০১১ সালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে মো. নাহিদুজ্জামান মোংলায় যেগ দেন। এরপর দীর্ঘ ৮ বছর ধরেই তিনি মোংলাতে দায়িত্ব পালন করছেন। মোংলার পাশাপাশি তিনি পার্শ্ববর্তী একই জেলার রামপাল উপজেলাতে ওই পদেই অতিরিক্ত দায়িত্বও পালন করছেন। ২০১৫ সালে নাহিদুজ্জামানকে চুয়াডাঙ্গায় বদলি করা হলেও শেষ পর্যন্ত তা স্থগিত হয়ে যায়। এরপর থেকে তিনি মোংলাসহ রামপাল উপজেলায় বহাল তবিয়তে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দায়িত্ব পালন করে চলেছেন।
বিভিন্ন জনপ্রতিনিধি ও ঠিকাদাররা অভিযোগ করে জানিয়েছেন, দীর্ঘ বছর একই স্থানে চাকরি করার সুবাধে প্রকল্প কর্মকর্তা নাহিদুজ্জামান নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। প্রকল্প বরাদ্দের একটি বড় অংশই তার পকেটে যায়। উপজেলার সুন্দরবন ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বুলু রানী বিশ্বাস অভিযোগ করে বলেন, কোন কাজ আসলেই তাকে ফিফটি পাসেন্ট উৎকোচ দিতে হয়েছে। চিলা ইউনিয়নের ইউপি সদস্য হালিম হাওলাদার বলেন, বিভিন্ন কাজের ক্ষেত্রে তিনি চার কিস্তির স্বাক্ষর করিয়ে নিলেও টাকা প্রদান করেন মাত্র এক কিস্তির। বাকি কিস্তির টাকা তিনি নিজের পকেটস্থ করেন। স্থানীয় ঠিকাদার উৎপল মন্ডল জানান, উৎকোচ ছাড়া তিনি কোন বিল পাস করেন না। এ ছাড়া তিনি মোংলার আসার পর তার আত্মীয় স্বজনদের নামে ঢাকা ও মোংলার দিগরাজ শিল্পাঞ্চলে জায়গা কিনেছেন বলে এ ঠিকাদার অভিযোগ করেন। অপরদিকে গত দুই অর্থবছরে মোংলায় আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কমিটিতে নাহিদুজ্জামান সদস্য সচিবের দায়িত্ব পালনকালে নানা অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়েছেন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ঢাকা মেডিকেল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।