রামপাল (বাগেরহাট) সংবাদদাতাঃ রামপালের ১০টি ইউনিয়নে দুই ধাপে মোট পাঁচশত জাটকা আহরণকারী জেলেদের মাঝে মানবিক সহায়তা হিসাবে ৪০ মেট্রিক টন চাল প্রদান সম্পন্ন হয়েছে। রামপাল মৎস্য অফিস সূত্রে জানা গেছে, প্রথম ধাপে ফেব্রুয়ারী ও মার্চ মাসে ২৫০ জন জেলেকে বিশ টন চাল প্রদান করা হয়। ২য় দফায় নতুন করে আরও ২৫০ জন জেলেকে ৪০ কেজি করে মোট ২০ মেট্রিক টন চাল প্রদান করা হয়। গৌরম্বা ইউনিয়নে ৩৮ জন, উজলকুড় ইউনিয়নে ৩০ জন, বাইনতলা ইউনিয়নে ৩৮ জন, রামপাল ইউনিয়নে ১২৪ জন, রাজনগর ইউনিয়নে ২৬ জন, হুড়কা ইউনিয়নে ৩৬ জন, পেড়িখালী ইউনিয়নে ৯৪ জন, ভোজপাতিয়া ইউনিয়নে ২২ জন, মল্লিকেরবেড় ইউনিয়নে ৪২ জন ও বাঁশতলী ইউনিয়নে ৫০ জন জেলেকে এ চাল প্রদান করা হয়। বিষয়টি রামপাল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ নিশ্চিত করেন।