রামপালে আওয়ামী লীগের প্রতিপক্ষের হামলায় নিহত আওয়ামী লীগ নেতা ফিরোজ ঢালীর জানাযা সম্পন্ন শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শনিবার আসর বাদ কাদিরখোলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জনাকীর্ণ মানুষের উপস্থিতিতে জানাযা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ মো. আবু সাইদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হামীম নুরী, সাবেক চেয়ারম্যান জামিল হাসান জামু, ভোজপাতিয়া ইউপি চেয়ারম্যান তরফদার মাহাফুজুল হক টুকু, সদর ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দীন, সাবেক চেয়ারম্যান সরদার মুজিবুর রহমান, বদরুল হুদা হিরু, সেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, ছাত্রলীগের সভাপতি মো. হাফিজুর রহমান প্রমুখ। উল্লেখ্য, শুক্রবার বেলা ১১ টায় আওয়ামী লীগের প্রতিপক্ষ চিহ্নিত সন্ত্রাসী বিল্লাল বেপারী, মাহজিব, বাকি ব্যাপারীগংদের নির্মম ও নৃশংস হত্যার শিকার হন ফিরোজ ঢালী। তিনি রামপাল সদর ইউনিয়ন আওয়ামী লীগের ১ নং ওয়ার্ডের সহ সাধারণ সম্পাদক ছিলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম। দোষীদের দ্রুত আটকের দাবী জানিয়েছেন এলাকাবাসী। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল।