রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকদের মারপিট ও হুমকি প্রদানের অভিযোগে আটক পেড়িখালী ইউপি’র ১নং ওয়ার্ডের সদস্য মোঃ বাবুল হোসেনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে কর্তব্যরত চিকিৎসককে মারপিট ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে মামলাটি করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা সুকান্ত কুমার পাল। জানা গেছে, মঙ্গলবার রাতে অভিযুক্ত ইউপি সদস্য বাবুল তার এক অত্মীয়কে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। এসময় তিনিি কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতালের স্টাফদের সাথে বাকবিতান্ডায় জড়িয়ে পড়ার এক পর্যায়ে তার আত্মীয়াকে সাথে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে কিল ঘুষি শুরু করেন। তাৎক্ষনিকভাবে রামপাল থানার ওসিকে বিষয়টি অবহিত করা হলে পুলিশ অভিযান চালিয়ে বাবুলকে আটক করে। ওই সময়ে তার সাথে তাকা এক আত্মীয়া পারিয়ে যায়। এঘটনায় কর্তব্যরত চিকিৎসকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বাবুলে বিরুদ্ধে একাধীক অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে রামপাল থানার ওসি মোঃ দেলোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি ঘটনাটি নিশ্চিত করেন।