চ্যানেল খুলনা ডেস্কঃরাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ দুই দিনের সফরে আজ মঙ্গলবার খুলনায় আসছেন। আজ বিকেলে খালিশপুরে অবস্থিত নৌঘাঁটি বানৌজা তিতুমীরে এসে পৌঁছাবেন। আগামীকাল বুধবার বেলা ১১টায় তিতুমীরে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি। নৌঘাঁটি বানৌজা তিতুমীরের সার্বিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান করা হবে। এ নতুন দিগন্তের সূচনালগ্নে উৎসবের আমেজ বিরাজ করছে পুরো নৌঘাঁটিতে।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের আগমন সফল করতে ইতোমধ্যেই নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠান শেষে বুধবার খুলনা ত্যাগ করবেন রাষ্ট্রপতি।
উল্লেখ্য রাষ্ট্রপতি গত ২০১৭ সালের ৮নভেম্বর খুলনার বানৌজা তিতুমীরে এসেছিলেন। ওই সময় তিনি যুদ্ধ জাহাজ দুর্গম ও নিশান এবং সাব মেরিন টাগ পশুর ও হলদা নৌ বাহিনীতে অর্ন্তভুক্ত করেন।