চ্যানেল খুলনা ডেস্কঃখুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকদের আমরণ অনশন কর্মসূচি আগামী ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে শ্রম ও কর্মসংস্থান প্র্রতিমন্ত্রী এবং খুলনা-৩ আসনের সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ানের সাথে বৈঠক শেষে শ্রমিক নেতারা এ কথা জানিয়েছেন।
রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম-আহ্বায়ক ও ক্রিসেন্ট জুট মিলের সাবেক সিবিএ সভাপতি মোঃ মুরাদ হোসেন বলেন, রবিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাথে বৈঠক হয়। বৈঠকে তিনি (শ্রম প্রতিমন্ত্রী) জানিয়েছেন, মজুরি কমিশন বাস্তবায়নের লক্ষে তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফাইলটি প্রধানমন্ত্রীর দফতরে রয়েছে। যা আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত সময়ের প্রয়োজন। তিনি নিজেও ঢাকায় অবস্থান করছেন শ্রমিকদের দাবি আদায়ের জন্য। যে কারণে শ্রমিক নেতারা বসে সিদ্ধান্ত নিয়েছে আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচি স্থগিত রাখা হবে। এই সময়ে যদি দাবি আদায় না হয় তাহলে আগামী ২৯ ডিসেম্বর রবিবার থেকে অনশন কর্মসূচি শুরু হবে।
শ্রমিক নেতারা জানান, মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে গত ১০ ডিসেম্বর শুরু হওয়া অনশনের চারদিন পর ১৪ ডিসেম্বর সকাল থেকে একে একে সকল পাটকল উৎপাদনে যায়। ১৩ ডিসেম্বর রাতে খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের কার্যালয়ে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেন শ্রম প্রতিমন্ত্রী। ওই বৈঠকে শহিদ বুদ্ধিজীবী দিবস ও স্বাধীনতা দিবসকে সামনে রেখে অনশন তুলে নেওয়ার কথা বলা হয়। ওই আশ্বাসের প্রেক্ষিতে ১৭ ডিসেম্বর পর্যন্ত অনশন স্থগিত করে শ্রমিকরা। পরে ফের ২২ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়। সর্বশেষ গতকাল বৈঠকে ২৬ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচি স্থগিত করা হলো।