চ্যানেল খুলনা ডেস্কঃআলোচনা ফলপ্রসূ না হওয়ায় মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে রোববার দুপুর থেকে ফের আমরণ অনশন শুরু করেছে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা।
এর আগে সকালে গেট মিটিংয়ের মাধ্যমে এই কর্মসূচির ঘোষণা দেন সিবিএ ও নন-সিবিএ সংগ্রাম পরিষদ। ইতোপূর্বে শ্রমিকরা এই দাবি আদায়ের লক্ষ্যে গেট সভা, বিক্ষোভ মিছিল, ধর্মঘট ও আমরণ অনশন কর্মসূচি পালন করেন।
গত ১০ ডিসেম্বর থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করে শ্রমিকরা। সমস্যা সমাধানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর আশ্বাসের প্রেক্ষিতে ১৩ ডিসেম্বর এই কর্মসূচি স্থগিত করা হয়। পরে ঢাকায় দুই দফা বৈঠক হলেও এই সমস্যার সমাধান না হওয়ায় স্থগিত থাকা আমরণ অনশন শুরু করেছে।
এর আগে বৃহস্পতিবার রাজধানীতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পাটকলের শ্রমিক-নেতাদের সঙ্গে বৈঠক হয়। তৃতীয় দফায় ওই বৈঠকে শ্রম প্রতিমন্ত্রী, পাট মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ জুট মিল করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কিন্তু সর্বশেষ আলোচনা ব্যর্থ হওয়ায় শ্রমিক নেতারা ক্ষুব্ধ হন।
শ্রমিক নেতারা জানান, মজুরি কমিশন বাস্তবায়নের ব্যাপারে শ্রম প্রতিমন্ত্রী মুন্নজান সুফিয়ান আরো এক মাস সময় চেয়েছেন। কিন্তু এক মাস পর মজুরি কমিশন বাস্তবায়ন হবে কি-না তা নিশ্চিত করে বলতে পারেননি।
রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক ও খুলনার ক্রিসেন্ট জুট মিলের সাবেক সিবিএ সভাপতি মুরাদ হোসেন বলেন, আলোচনা ব্যর্থ হয়েছে। শ্রমিকদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, তাই তারা ফের আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেছেন।
পাটখাতে প্রয়োজনীয় অর্থবরাদ্দ, বকেয়া মজুরি-বেতন পরিশোধ, জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশনের রোয়েদাদ ২০১৫ কার্যকর, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ ও গ্রাচ্যুইটির অর্থ পরিশোধ, চাকরিচ্যুত শ্রমিক-কর্মচারীদের পুনর্বহালসহ ১১ দফা দাবি করছেন শ্রকিকরা।