সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রুটি ভালো থাকবে সপ্তাহজুড়ে! | চ্যানেল খুলনা

রুটি ভালো থাকবে সপ্তাহজুড়ে!

চ্যানেল খুলনা ডেস্কঃ রোজ সকালে রুটি বানাতে গিয়ে ঝক্কি পোহাতে হয় বেশিরভাগ গৃহিণীকেই। সময় করে একদিন রুটি বানিয়ে সপ্তাহজুড়ে সংরক্ষণ করা গেলে এ কষ্ট কমে যায় অনেকখানি। বিশেষ উপায় কাজে লাগিয়ে পুরো সপ্তাহ রুটি ও আটা সংরক্ষণ করা যায়। কীভাবে? চলুন জেনে নেওয়া যাক-

আটা সংরক্ষণের উপায়-

আটা সেদ্ধ করে মেখে নিন। মণ্ড তৈরি হলে তা অ্যালুমিনিয়াম ফয়েল বা পাতলা প্লাস্টিক দিয়ে ভালো করে মুড়ে নিন। খেয়াল রাখবেন ভেতরে যেন কোনোভাবেই বাতাস প্রবেশ না করে। এবার আটা ফ্রিজে রেখে দিন।

চাইলে এয়ার টাইট কন্টেনার কিংবা জিপ লক ব্যাগেও মাখানো আটা রাখতে পারেন। তবে সংরক্ষণ করতে চাইলে কম পানি দিয়ে আটা মাখবেন। পানি বেশি হলে শুকনা আটা দিয়ে আবার মণ্ড মেখে নেবেন।

আটা মাখার পর হাতে ঘি বা তেল মাখে তা আতার গায়ে লাগিয়ে নিন। এতে আটা কালোও হবে না আবার শুকিয়েও যাবে না।

রুটি সংরক্ষণ করবেন যেভাবে-

বেশি করে রুটি বানিয়ে নিন। পাতলা পলিথিন কিংবা প্লাস্টিক কেটে নিন। এই প্লাস্টিক যেন রুটির চেয়ে বড় মাপের হয় সেদিকে খেয়াল রাখবেন। এবার প্লাস্টিক বিছিয়ে নিয়ে তার ওপর রুটি রাখুন। রুটির ওপর আবার একটি প্লাস্টিক দিয়ে তার ওপর আরেকটি রুটি দিন।

এভাবে মাঝে প্লাস্টিক দিয়ে একটির ওপর আরেকটি করে রুটিগুলো সাজান। সবশেষে রুটিগুলোকে মোটা আটার প্যাকেট বা বড় কোনো প্যাকেটে ভরে ভিপ ফ্রিজে রাখুন।

ব্যস, সপ্তাহজুড়ে ভালো থাকবে রুটি। খাওয়ার আগে ফ্রিজ থেকে বের করে শক্ত থাকা অবস্থাতেই ফ্রাই প্যান বা তাওয়ায় ভেজে নিন।

https://channelkhulna.tv/

লাইফস্টাইল আরও সংবাদ

চায়ের সঙ্গে ৫ উপকরণ মেশালে শীতেও শরীরে থাকবে উষ্ণতার ছোঁয়া

চা না কফি, কাদের জন্য কোনটি বেশি স্বাস্থ্যকর?

যুগান্তকারী উদ্ভাবন, ন্যানো রোবটে জব্দ হবে ক্যানসার!

যেভাবে শিখবেন নতুন ভাষা

গান শুনলে কী হয়

যে ২ খাবার অ্যান্টিবায়োটিকের কাজ করে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।