সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রূপসার হৃদয় হত্যায় গ্রেফতার ২ | চ্যানেল খুলনা

রূপসার হৃদয় হত্যায় গ্রেফতার ২

খুলনার দোকানের পাওনা টাকা চাওয়ার জের ধরে ছুরিকাঘাতে হৃদয় শেখ (১৯) হত্যায় র‌্যাব সদস্যরা দুজনকে গ্রেফতার করেছে।বৃহস্পতিবার (২১ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে রূপসা বাগমারা এলাকার মো. শহিদুল ইসলাম শেখের ছেলে মো. রিয়াদ হোসেন তন্ময়(২২) ও একই এলাকার গহর আলী মীরের ছেলে মো. ইমরান আলী (২০)কে গ্রেফতার করে। এক যুবক নিহত ও দু’জন আহত হয়েছে। নিহত হৃদয় শেখ রূপসার উপজেলার বাগমারা গ্রামের হারুন শেখের ছেলে। বুধবার রাতে রূপসা উপজেলার পূর্ব রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির সামনে হৃদয় শেখ হত্যাকা-ের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত দুজন হলেন বাগমারা গ্রামের মৃত আবুল কালাম সরদারের ছেলে মিঠু (২২) ও বাগমারা আদর্শ গলির ফল ব্যবসায়ী আফসার শেখের ছেলে নাজমুল শেখ (২২)। আহত মিঠু খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও নাজমুল রূপসার স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় নিহতের বাবা রূপসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। র‌্যাব সদস্যরা মামলার এজাহারভুক্ত দুই আসামীকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে।

র‌্যাব ও পুলিশ জানায়, নিহত হৃদয় শেখ ও তাঁর খালাতো ভাই মিঠু তাদের বাড়ির সামনে চায়ের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করে। আসামীরা তাদের দোকান থেকে চা-সিগারেট কেনাকাটা করত। সেই সুবাদে মিঠুর দোকানে আসামী হৃদয় শেখে তিনশ’ টাকা বকেয়া পড়ে। বুধবার মিঠু হৃদয়ের কাছে তাঁর পাওনা টাকা চায়। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। সন্ধ্যার দিকে আসামী হৃদয় শেখ সহ ১৫/১৬ জন আসামীরা এসে ভিকটিম হৃদয় শেখ ও মিঠুদ্বয়কে মারপিট শুরু করে। তখন আসামী হৃদয় শেখ ধারালো চাকু দিয়ে ভিকটিম হৃদয় শেখের বুকের মধ্যে আঘাত করে। পরবর্তীতে ভিকটিম হৃদয় শেখ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ঘটনার বিষয়ে ভিকটিমের বাবা হারুন শেখ বাদী হয়ে রূপসা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশাররফ হোসেন বলেন, পুলিশ অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে। অপরাধীদের ছাড় দেওয়া হবে না।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনায় ১২ মামলার আসামি সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ যশোরে গ্রেপ্তার

নির্বাচনে নেতা-কর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুলনায় জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

হোমিওপ্যাথিক চিকিৎসকের বিরুদ্ধে তিন শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ

নৌবাহিনীর নাবিক পদে চাকুরি দেওয়ার প্রতিশ্রুতি, খুলনায় দুই প্রতারক গ্রেফতার

দিঘলিয়ায় তিন দিন নিখোঁজের পর শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার, গ্রেপ্তার ১

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।