সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রূপসায় অসহায় মেয়ের বিয়ে দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি পত্নী সারমিন সালাম | চ্যানেল খুলনা

রূপসায় অসহায় মেয়ের বিয়ে দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি পত্নী সারমিন সালাম

খুলনা জেলার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের রহিমনগর গ্রামের পিতৃহীন অসহায় পরিবারের মেয়ে নুরজাহানের জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন করে দৃষ্টান্ত স্থাপন করলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদীর সহধর্মিনী ও এনভয় গ্রুপের পরিচালক সারমিন সালাম।
জানা গেছে, খুলনা জেলার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নে রহিমনগর গ্রামের বিধবা মিনারা বেগম দুই সন্তানের জননী। অর্থাভাবের কারণে মেয়ের বিয়ে দিতে পারছিলেন না অসহায় এই পরিবারটি। মেয়ের বিয়ের সাহায্যের জন্য ছুটে যান ‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র সদস্যদের কাছে। পরে বিষয়টি এমপি’র সহধর্মিনী মিসেস সারমিন সালামের কাছে পৌঁছে। খবর পাওয়ার পর তিনি মেয়ের বিয়ের সকল দায়িত্বভার গ্রহণ করেন এবং ‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র সদস্যদের উপস্থিত থেকে ওই বিয়ে সম্পন্ন করার নির্দেশ দেন।
পরে ‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র সদস্যরা বিয়ের দিন-তারিখ নির্ধারণ, কেনাকাটা, বরযাত্রীদের আপ্যায়ন থেকে শুরু করে স্বামীর বাড়িতে পৌঁছানো পর্যন্ত সকল কাজ সম্পন্ন করেন।
এ সময় কনের মা মিনারা বেগম বলেন, টাকার অভাবে মেয়েকে বিয়ে দিতে না পারায় দিশেহারা হয়ে পড়েছিলাম। সালাম মূর্শেদী এমপি’র সহধর্মিনীর সহযোগিতায় মেয়েটির বিয়ে দিতে পারলাম। এ ধরনের সহযোগিতা তারা এলাকার মানুষের জন্য বিভিন্নভাবে করেন।
এমপি পত্নী ও বিশিষ্ট সমাজসেবিকা সারমিন সালাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ি এবং তার হাতকে আরও শক্তিশালী করতে খুলনা-০৪ আসনের রূপসা, তেরখাদা ও দিঘলিয়ার মানুষের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করি। রাত-দিন যে কোন সময় কারও সমস্যা জানতে পারলে তা তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করি। এটা আমাদের দায়িত্ব বলেও জানান তিনি।
খুলনা-০৪ আসনের সংসদ সদস্য ও সাবেক তারকা ফুটবলার আব্দুস সালাম মূর্শেদী বলেন, তার সহধর্মিনী এই ধরণের কাজ বেশ আগে থেকেই করেন। এখন সালাম মূর্শেদী সেবা সংঘের মাধ্যমে এই কাজের গতি আরও কয়েকগুণ বেড়েছে। রাত-দিন সবসময় তিনি এলাকার গরীব, দুঃখি, অসহায় মানুষের নিয়ে কাজ করেন বলেও জানান তিনি।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

নাগরিক জীবনের দূর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা ও সুপরিকল্পিত দীর্ঘসূত্রিতা দায়ি : তুহিন

ডুমুরিয়ায় ফার্টিলাইজার রিটেইলারদের ট্রেনিং

দাকোপে জোর পূর্বক ধান কেটে নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন।

দাকোপে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

খুলনার শিববাড়ী মোড়ে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান

দাকোপে সরকারি জায়গায় পাকা স্থাপনা গড়ে উঠলেও প্রশাসন নীরব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।