তথ্যবিবরণীঃরূপসা উপজেলায় বার্ষিক প্রতিবেদন ২০১৯-২০২০ এবং পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রতিবেদন প্রস্তুত বিষয়ে প্রাথমিক সভা আজ (বৃহস্পতিবার) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন। প্রধান অতিথির বক্তৃতায় মোঃ ইকবাল হোসেন বলেন, উপজেলা প্রশাসন বিভিন্ন ধরণের উন্নয়ন এবং সমাজসেবামূলক কাজ বাস্তবায়ন করে থাকে। কিন্তু কিছু কাজের কোন প্রতিবেদন তৈরী করা হয় না। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের কাজের মূল্যায়ন সঠিকভাবে করা সম্ভব হয় না।
কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্পের সহায়তায় প্রথমবারের মত রূপসা উপজেলায় বার্ষিক প্রতিবেদন প্রস্তুত করা হবে। পাশাপাশি টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন করার জন্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রস্তুত করা হবে। তিনি
উপজেলার সকল কর্মকর্তাকে সার্বিক সহায়তা করা জন্য উপজেলা নির্বাহী
অফিসারকে আহবান জানান।
রূপসা উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্পের
জেলা সমন্বয়ক মোঃ ইকবাল হাসান। পরে খুলনার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন ইএএলজি প্রকল্প থেকে ২৫ জন উপজেলা কর্মকর্তাকে করোনা সংক্রমণ প্রতিরোধে গাউন, গামবুট, কেএন ৯৫ মাস্ক, সার্জিক্যাল মাস্ক, সাবান,স্যানিটাইজার এবং গ্লাভস বিতরণ করেন।