চ্যানেল খুলনা ডেস্কঃ রূপসার বুকে তিলে তিলে গড়ে উঠা একটি মানবতাবাদী সংগঠনের নাম “রূপসা ব্লাড কাফেলা” যাদের স্লোগান রূপসা ব্লাড কাফেলা মানবতার পথে চলা।
শুক্রবার (১৬ আগষ্ট) সকাল ১০.৪৫ মিনিটে নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ,শ্রীফলতলা ইউনিয়ন শাখার জরুরী বৈঠক সম্পন্ন হয়।
রূপসা ব্লাড কাফেলা এর প্রতিষ্ঠাতার সভাপতিত্বে ও ইব্রাহিম শেখ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
বৈঠকে নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রি ব্লাড গ্রুপিং করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন শাখার দায়ীত্বশীলগণ মুহাম্মাদ সোহান, মুহাম্মাদ সজল মল্লিক, মুহাম্মদ সাকিল গাজী , মোল্লা পিয়াস মাহমুদ, স জিহাদ মোল্লা , হাসিবুর রহমান, সাগর শেখ , রানা,আকাইদ, ফাফিম , ইসলাম,সাজিদ প্রমুখ।-খবর বিজ্ঞপ্তি