চ্যানেল খুলনা ডেস্কঃরেলপথ মন্ত্রণালয়ের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চলছে সেবা সপ্তাহ। গত ৪ ডিসেম্বর শুরু হওয়া এ সেবা সপ্তাহ চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। এ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে বিশেষ সেবা দিচ্ছে। রেলওয়ের হাসপাতালের চিকিৎসকেরা যাত্রীদের জন্য চিকিৎসা সেবা দিচ্ছে। এদিকে সেবা সপ্তাহের মধ্যেই দেখা দিয়েছে খুলনা-ঢাকা রুটের চিত্রা এক্সপ্রেসের শিডিউল বিপর্যয়। গতকাল শুক্রবার সকালে নির্ধারিত সময়ের চেয়েও ২ ঘন্টা দেরিতে ঢাকার উদ্দেশ্যে খুলনা ছাড়ে চিত্রা এক্সপ্রেস। ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল ৮টা ৪০ মিনিটে। কিন্তু চিত্রা এক্সপ্রেস খুলনা ছেড়েছে সকাল ১০টা ৪০ মিনিটে।
রেলওয়ে সূত্রে জানা যায়, সেবা সপ্তাহ উপলক্ষে টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে। এ টাস্কফোর্স ট্রেনের সময়সূচি, প্লাটফর্ম দেখা, ওভারব্রিজের অবস্থা, চলন্ত ট্রেন ও বাথরুমে বিদ্যুৎ-পানি-লাইটের অবস্থা এবং নিয়োজিত কর্মকর্তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করছে। রাজশাহীগামী যাত্রী আলতাফ হোসেন বলেন, খুলনা রেলস্টেশন দেখতে খুবই সুন্দর। তবে সেবাসপ্তাহ উপলক্ষে নতুনত্ব কিছু দেখছি না।
বিশ্রামাগারে থাকা একযাত্রী রফিকুল ইসলাম বলেন, স্টেশনটি আধুনিক হয়েছে। স্টেশনের টয়লেটে পানির সরবরাহ থাকলেও ব্যাচিং পরিষ্কার করা হয়নি। সেই কারণে ব্যাচিংয়ে পানি জমে রয়েছে।
খুলনা রেল স্টেশনের মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, সেবা সপ্তাহ উপলক্ষে স্টেশনে রেলওয়ে হাসপাতালের চিকিৎসকরা যাত্রীদের নানা ধরনের চিকিৎসা সেবা দিচ্ছে। এছাড়া স্টেশন পরিচ্ছন্ন রাখা, যাত্রী হয়রানী রোধ, টিকিট কালোবাজারী রোধসহ নানা বিষয়ে তদারকি করা হচ্ছে। সার্বিক দিক ঠিক রয়েছে। সব ট্রেনের শিডিউল ঠিক আছে। তবে চিত্রা এক্সপ্রেস ২ ঘন্টা দেরিতে ছেড়েছে। ঢাকা থেকে আসতে দেরি করায় ট্রেনের শিডিউলে সমস্যা দেখা দিয়েছে। যা আগামী সোমবার ঠিক হয়ে যাবে।