শুক্রবার সকাল ১১ ঘটিকায় রোটারি ক্লাব অব খুলনা মহানগরের নিজস্ব ভেন্যুতে ঈদ সামগ্রী প্যাকেজ বিতরণ করা হয়। ক্লাব প্রেসিডেন্ট উত্তম দাস এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রোগ্রাম চেয়ার জনাব এস এম আতহার আলী, ক্লাব সেক্রেটারি জনাব মোকলেসুর রহমান পিন্টু, পাস্ট প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন, জনাব এসএম নজরুল ইসলাম, জনাব মনিরুজ্জামান বাবু,জনাব খোকন রায়, জনাব মারুফুর রহমান পিয়াশ, জনাব মুকুল চন্দ্র দাস, জনাব ডক্টর হারুন-অর-রশিদ, জনাব হেমন্ত সরকার, ডিস্ট্রিক্ট সেক্রেটারি মাহজাবীন মুবিনা হেমা, পাস্ট প্রেসিডেন্ট মোল্লা মোহাম্মদ শফিকুর রহমান, জনাব এস এম আনিসুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ হাসমত আলী সহ সহ আরো অনেকে।
উক্ত অনুষ্ঠানে ৬৪ জন গরিব পরিবারকে ঈদ প্যাকেজ বিতরণ করা হয়।
উল্লেখ্য ১০০০টাকা প্যাকেজের ৮০০টাকার খাদ্য সামগ্রী এবং ২০০ টাকা নগদ বিতরণ করা হয়।