আল আমিন সিকদার :: র্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকশ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪টি বিদেশী অস্ত্র ৩৪ রাউন্ড গুলি ও ৮টি ম্যাগাজিন সহ দুইজনকে আটক করেন। গত মঙ্গলবার (২১ ডিসেম্বর) যশোরের বেনাপোল দিঘীরপাড় এলাকা থেকে রাত সাড়ে নয়টার দিকে তাদের গ্রেফতার করা হয়। গত বুধবার (২২ ডিসেম্বর) সকালে র্যাবের খুলনাস্থ সদরদফতরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান, র্যাবের মুখপাত্র লেঃ কর্ণেল মুহাম্মাদ মোস্তাক আহমদ। আটককৃতরা হলেন, যশোর জেলার বেনাপোল পুটখালী পশ্চিম পাড়া গ্রামের মোঃ আব্দুল মোমিনের ছেলে আজিজুর রহমান (২৯) ও একই এলাকার মোঃ আব্দুল কাদেরের ছেলে, মোঃ আব্দুল্লাহ (২৮)।
লেঃ কর্ণেল মুহাম্মাদ মোস্তাক আহমদ জানান মঙ্গলবার রাতে মাদকদ্রব্য উদ্ধারের লক্ষে যশোরের বেনাপোল দীঘিরপাড় এলাকার মেসার্স শাহজালাল ফিলিং স্টেশনের সামনে অভিযান চালায় ঝিনাইদহ ক্যাম্প র্যাবের একটি টিম। র্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যাক্তি পালানোর চেষ্টাকালে দুই যুবকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশী করে চারটি বিদেশী পিস্তল, ৮টি ম্যাগাজিন, ৩৪ রাউন্ড গুলি ও ৩টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করে র্যাব। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যশোর জেলার পোর্ট থানায় হস্তান্তর করতঃ তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধিন।
প্রকাশ থাকে যে, র্যাব-৬ এর প্রতিষ্ঠাকাল থেকেই অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরনকারী, প্রতারকচক্র, মানব পাচারকারীদের গ্রেফতার এবং মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করেছে।