সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
লজ্জায় বিশ্বকাপ শেষ বাংলাদেশের | চ্যানেল খুলনা

লজ্জায় বিশ্বকাপ শেষ বাংলাদেশের

ভরাডুবি ও লজ্জায় বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ।
এই ম্যাচে টসে হেরে আগে ব্যাট করে মাত্র ৭৩ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশের ইনিংস। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ১৩.৪ ওভার হাতে রেখেই জয় তুলে নিয়েছে অজিরা।

অস্ট্রেলিয়াকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। ওয়ার্নারের চেয়ে খানিকটা চড়া মেজাজে ব্যাট করছিলেন ফিঞ্চ। যদিও অজি অধিনায়ককে ব্যক্তিগত ৪০ রানে বোল্ড করে আউট করেন তাসকিন আহমেদ।
নিজের প্রথম ওভারেই ডেভিড ওয়ার্নারকে দারুণ এক সুইং বলে বোল্ড করেন শরিফুল ইসলাম। দুই ওপেনার ফিরে গেলেও অস্ট্রেলিয়াকে জিতিয়ে মাঠ ছেড়েছেন গ্ল্যান ম্যাক্সওয়েল ও মিচেল মার্শ।
এর আগে নিজেদের শেষ ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই চাপে পরে বাংলাদেশ। ইনিংসের তৃতীয় বলে মিচেল স্টার্কের বলে বোল্ড হন লিটন দাস। রানের খাতা না খুলেই প্রথম বলে সাজঘরে ফেরেন এই ওপেনার।
খানিক পর দলীয় ৬ রানে সৌম্য সরকারকে ৫ রানে বোল্ড করেন জশ হ্যাজেলউড। ২ উইকেট হারিয়ে বসা বাংলাদেশকে আরও বিপদে ফেলেন মুশফিকুর রহিম। দলীয় ১০ এবং ব্যক্তিগতু ১ রানে গ্লেন ম্যাক্সওয়েলের ওভারে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি।
৩ ব্যাটসম্যানের বিদায়ের পর নাইম শেখের সঙ্গে জুটি গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে এই দুজনের ২২ রানের জুটি ভাঙেন হ্যাজেলউড। ১৭ রান করে আউট হন তিনি। আগের ম্যাচে প্রথম বলে ০ রানে আউট হওয়া আফিফ এদিনও হতাশ করেছেন। ৪ বলে ০ রানে ফেরেন তিনি।

৩৩ রানে ৫ ব্যাটসম্যানের বিদায়ের পর শামিম হোসেনকে সঙ্গে নিয়ে রান বাড়াতে থাকেন মাহমুদউল্লাহ। তবে ১১তম ওভারে এই দুজনের জুটি ভাঙেন অ্যাডাম জ্যাম্পা। ১৯ রান করে শামিম ফিরলে পরের বলেই শেখ মেহেদিকে ফেরান এই লেগি।
মাহমুদউল্লাহও বাকিদের আসা-যাওয়ার মিছিলে যোগ দেন। ১৮ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর বোলিংয়ে এসে ১৫তম ওভারে আরও দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে ৫ উইকেট নেয়ার কীর্তি গড়েন জ্যাম্পা। বাংলাদেশ অল আউট হয় ৭৩ রানে।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৭৩/১০ (১৫ ওভার) (শামীম ১৯, মাহমুদউল্লাহ ১৬) (জাম্পা ৫/১৯)
অস্ট্রেলিয়া: ৭৮/১ (৬.২ ওভার) (ওয়ার্নার ১৮, ফিঞ্চ ৪০, মার্শ ১৬*, ম্যাক্সওয়েল ০*; তাসকিন ১/৩৬, শরিফুল ১/৯)

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

খেলাধুলা তরুণদের সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে: তালুকদার আব্দুল খালেক

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খালিশপুরে স্যাডো নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

মেয়র কাপ হাডুডু টুর্নামেন্ট শুরু ২৬ ফেব্রুয়ারি

জিন্নাপাড়ায় কাউন্সিলর কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

খুবি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

খুবিতে এখন থেকে প্রতিবছর নিয়মিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে : উপাচার্য

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।