খুলনা মহানগরীর লবনচরা বান্দাবাজার এলাকা থেকে কথিত জঙ্গী সংগঠন ‘আল্লার দল’র দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৬। গতকাল বুধবারের এঘটনায় লবনচরা থানায় মামলা হয়েছে। ২০১৯ সালের ৩ মে আজ পর্যন্ত খুলনায় নিষিদ্ধ জঙ্গী সংগঠন ‘আল্লার দল’র ৪৩জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
আজ বৃহস্পতিবার র্যাব-৬ ই-মেইল বার্তায় জানিয়েছে, গতকাল (২৭ জানয়ারি) নগরীর লবনচরা বান্দাবাজার এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গী সংগঠন ‘আল্লার দল’র দুইজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে র্যাব-৬। গ্রেফতারকৃতরা হল- খুলনার বটিয়াঘাটার খারাবাদ বাইনতলার মোঃ শামছুর রহমান শেখের ছেলে ও লবনচরা ইসলামপাড়া ১নং গলির বাসিন্দা মোঃ আলমগীর হোসেন (৩৮) এবং একই এলাকার মোহাম্মাদিয়াপাড়ার ৪নং গলির মোঃ আব্দুল মালেক ব্যাপারীর ছেলে মোঃ কাউসার উদ্দিন সুমন (৩৪)।
তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে জানিয়েছে, গত ৪/৫ বছর পূর্বে আব্দুল মান্নান নামের এক ব্যক্তির দাওয়াতের মাধ্যমে বায়াত গ্রহণ করে মতিন মেহেদীর নিষিদ্ধ জঙ্গী সংগঠন ‘‘আল্লার দল’’ সংগঠনে যোগদান করে। যোগদানের পর থেকেই সে তার তুষ কাঠের মিলের ব্যবসার পাশাপাশি বিভিন্ন স্থানে অন্যান্য সদস্যদের সাথে দলীয় মিটিংয়ে অংশগ্রহণ, স্থানীয় লোকজনকে দাওয়ার প্রদান এবং বায়াত গ্রহণে উৎসাহ করতেন। সংগঠনের পূর্বের দায়িত্বশীল ব্যক্তিরা গ্রেফতার হওয়ায় বর্তমানে অন্যান্য সদস্যদের সাথে গোপনে সাক্ষাতের মাধ্যমে সে তার তুষ কাঠের মিলের ব্যবসার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিল। এঘটনায় লবনচরা থানায় মামলা হয়েছে।