সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শাহনওয়াজ আলী শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান | চ্যানেল খুলনা

শাহনওয়াজ আলী শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান

হনওয়াজ আলী শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের উদ্যোগে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় খুলনা জেলা পরিষদ সম্মেলন কক্ষে ফাউন্ডেশনের সভাপতি রোটাঃ এস এম শাহনওয়াজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন স্কুলের ডিন প্রফেসর ড. ওয়ালিউল হাসানাত এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খুলনার উচ্চ শিক্ষাঙ্গনের ৩১ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করে আজ এক একটি দ্বীপ শিখা প্রজ্জ্বলন করা হলো – যারা আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার সুদক্ষ কারিগর। একই সাথে প্রধান অতিথি ব্যক্তি পর্যায়ে এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধের বিষয়ে গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রহমান এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন- ফাউন্ডেশনের উপদেষ্টা এম এম এ সালাম, এ্যাড শেখ গোলাম রসুল এবং মোঃ সিরাজুল ইসলাম, এ্যাড শেখ আব্দুল আজিজ, এ্যাড জি এম গোলাম রসুল, অধ্যাপক শেখ দিদারুল আলম, এ্যাড মোঃ মজিবর রহমান, শিবদাস মিত্র, শাহ মামুনুর রহমান তুহিন এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আঞ্জুমান আরা ময়না। এছাড়াও অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, এ্যাড লতিফুর রহমান লাবু, আলহাজ্ব রোটাঃ ইঞ্জিঃ রুহুল আমিন হাওলাদার, এ্যাড হারুন উর রশীদ, এ্যাড অশোক সাহা, এ্যাড দিবানন্দ হুই চৌধুরী, আলহাজ্ব রোটাঃ সরদার আবু তাহের, মোঃ দিদারুল আলম বাবুল, শেখ মোঃ নাসির উদ্দিন, শেখ আবুল কাশেম, মোঃ আব্দুর রাশেদ, বদিউজ্জামান লাবলু, মোঃ মিজানুর রহমান, এম হানিফ হোসেন, ফাউন্ডেশনের সহ-সভাপতি অহেদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর বাসার, অর্থ সম্পাদক শেখ সাইদুর রহমান সাইদ, নির্বাহী সদস্য জান্নাতুননেছা নাজিলা, এস এম রায়হান সাদিক আভাস এবং তাহমিনা সুলতানা মুনা।

সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফাউন্ডেশনের নির্বাহী সদস্য এম এম মান্নান বাবলু।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

ঢাকাস্থ ইরানি রাষ্ট্রদূতের খুবি ক্যাম্পাস পরিদর্শন ও মতবিনিময়

খুবিতে চলমান টার্ম ফাইনাল পরীক্ষার হল পরিদর্শন করলেন উপাচার্য

খুবিতে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খুবিতে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত

যৌথ শিক্ষা ও গবেষণার লক্ষ্যে খুবির সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের এমওইউ স্বাক্ষরিত

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।