চ্যানেল খুলনা ডেস্কঃএমপিও বিধিমালাতে টাইমস্কেলের পরিবর্তে বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষকদের উচ্চতর গ্রেড দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।রবিবার (২৪ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. মো. গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
সভা শেষে কর্মকর্তারা বলেন, ‘এমপিও বিধিমালাতে টাইমস্কেল বলতে উচ্চতর বেতন স্কেলের কথা বলা হয়েছে। ২০১৫ সালের যে পে-স্কেল সেই পে-স্কেলে টাইমস্কেলটা বাদ দেওয়া হয়েছে। এখন ২০১৮ সালের যে এমপিও বিধিমালা সেখানে উচ্চতর বেতন স্কেল হিসাবেই ধরা আছে।’এছাড়া সভায় নতুন আরও ৮৯৬ শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি নভেম্বর মাস থেকে তাদের এমপিও কার্যকর হবে।এদের মধ্যে বরিশাল জেলায় ৫০ জন, চট্টগ্রামে ৭১ জন, কুমিল্লায় ৫৩ জন, ঢাকায় ২০৯ জন, খুলনায় ৯৮ জন, ময়মনসিংহে ৯৫ জন, রাজশাহীতে ৮৭ জন, রংপুরে ১৮৯ জন এবং সিলেটে ৩৭ জন। তারা সবাই অনলাইনে আবেদন করেছিলেন। অফলাইনে আবেদনকারীদের মধ্যে ৭ জনকে এমপিওভুক্তির সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি।এছাড়া ভুল সংশোধন আছে ১১৯২। বদলি ৩০০, পদোন্নতি ১৮২ এবং ৫৪ জনকে বকেয়া দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।