সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে গভঃ ল্যাবরেটরী হাইস্কুলে মানববন্ধন | চ্যানেল খুলনা

শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে গভঃ ল্যাবরেটরী হাইস্কুলে মানববন্ধন

ঢাকা শিক্ষা ভবনে সেসিপ প্রকল্পের কর্মকর্তা- কর্মচারী কর্তৃক মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) মতিঝিল সরকারি হাইস্কুলের একজন সিনিয়র শিক্ষক লাঞ্চিতের ঘটনার প্রতিবাদে খানজাহান আলী থানার তেলিগাতী কুয়েট রোডে অবস্থিত গভঃ ল্যাবরেটরী হাইস্কুলে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তৃতা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবু হানিফ, সিনিয়র শিক্ষক শিক্ষক এস এম সাইফুজ্জামান, এস এম জহুরুল ইসলাম, মোঃ সামসুর রহমান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক শামীমা হক, বিদ্যালয়ের শিক্ষক মোস্তফা যুবাইর আলম, সঞ্জয় কুমার মন্ডল, শিউলি থান্দার, মোঃ লুৎফুর রহমান, তৈমুর আলম প্রমুখ। গভঃ ল্যাবরেটরী হাইস্কুল শিক্ষা পরিবার এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)’র মাধ্যমে
গেজেটেড কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রাপ্ত। বিভিন্ন সময়ে কর্তৃপক্ষের কাছে পদসোপান ঘোষণা ও বাস্তবায়নের জন্য আমরা আবেদন করে থাকি। কিন্তু প্রশাসনিক বৈষম্যের শিকার শিক্ষকগণ দীর্ঘদিন ধরে অর্থনৈতিক ও রাষ্ট্রীয় কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন। গত ১৭ সেপ্টেম্বর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ তাদের ন্যায্য কিছু দাবি-দাওয়া নিয়ে ঢাকা শিক্ষা ভবনে মানববন্ধন করার চেষ্টা করেন। কিন্তু সেখানে অতর্কিত উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সেসিপ প্রকল্পের কর্মচারী উপস্থিত হয়ে শিক্ষকদের শান্তিপূর্ণ মানববন্ধনের উপর হামলা চালান। এ সময় মতিঝিল সরকারি হাইস্কুলের একজন সিরিয়রএকজন শিক্ষক তাদের হাতে মারাত্মকভাবে লাঞ্ছিত হন। এ সময তারা বিধি বহির্ভূতভাবে শিক্ষা প্রশাসনের মধ্যে শিক্ষকদের জন্য সংরক্ষিত পদ গুলোতে নিজেদের পদায়নের দাবি করেন। বক্তারা প্রশ্ন রেখে বলেন, প্রকল্প থেকে সেসিপ ও থানা প্রকল্প কর্মকর্তা /থানা উপবৃত্তি কর্মকর্তা (টিপিও) বৃন্দ কিভাবে রাজস্ব খাতে গেছেন ও যাওয়ার চেষ্টা করছেন তা আমাদের বোধগম্য নয়? বক্তারা বলেন, দুর্নীতি করে ও অবৈধ উপায়ে এতদসংক্রান্ত যে সকল নিয়োগ/ পদায়ন প্রদান করা হয়েছে তাতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ বৈষম্যের শিকার হয়েছেন।
এমতাবস্থায় ১৭ সেপ্টেম্বরে হামলার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। এবং দ্রুততম সময়ের মধ্যে তাদের গ্রেপ্তারপূর্বক বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীর পাশাপাশি সকল বিধি-বিধান অনুসরণপূর্বক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণের ন্যায্য দাবিগুলো বিবেচনা করে উন্নত জাতি গঠনে মেধাবীরা যাতে এই পেশায় আসতে আগ্রহী হন তার ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কুয়েট ভিসিকে শিক্ষার্থীদের বর্জন, সকল ধরনের রাজনীতি বন্ধ

খুলনায় পালিত হলো বাংলা ভাষা ইশারা দিবস

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো ‘শেখ বাড়ি’

অর্ণবের বাড়িতে শোকের মাতম, মা জানেন না সন্তানের হত্যাকাণ্ডের কথা

খুলনার ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামীম বহিস্কার

খুলনা সকল থানার ওসিকে অপসারণ চেয়ে বিএনপির ২৪ ঘন্টার আল্টিমেটাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।