সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিক্ষাজীবন শেষে দেশ ও জাতির অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা রাখতে হবে : উপ-উপাচার্য | চ্যানেল খুলনা

শিক্ষাজীবন শেষে দেশ ও জাতির অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা রাখতে হবে : উপ-উপাচার্য

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের তিন দিনব্যাপী শিক্ষাসমাপনী উৎসবের উদ্বোধন করা হয়েছে। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে প্রধান অতিথি হিসেবে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে শিক্ষাসমাপনী উৎসবের উদ্বোধন করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ৪টি বছর বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করে শিক্ষাসমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ একটি আনন্দঘন মুহূর্ত। এই আনন্দ ও উৎসাহ নিয়ে নিজেদের মধ্যে পারস্পারিক সম্পর্ক আজীবন ধরে রাখতে হবে। নিজেদের মেধা দিয়ে দেশ ও জাতির উন্নয়নের অগ্রযাত্রা অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কর্ম ও দক্ষতার মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের গৌরব ও ভাবমূর্তি সমুজ্জ্বল রাখতে হবে। তিনি আরও বলেন, শিক্ষাসমাপনীর মাধ্যমে প্রাতিষ্ঠানিক শিক্ষার সমাপ্তি ঘটলেও জ্ঞান চর্চা যেন অব্যাহত থাকে। একই সাথে একজন শিক্ষার্থী হিসেবে শিক্ষাসমাপনী উৎসবের সাথে এ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, সুনাম ও ভাবমূর্তির দিকেও লক্ষ্য রাখার পরামর্শ দেন তিনি। উপ-উপাচার্য তিনি ১৯ ব্যাচের এ আয়োজনের সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। এসময় সহকারী ছাত্র বিষয়ক পরিচালকবৃন্দসহ শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর হেমন্তের মিষ্টি রোদে শিক্ষার্থীরা মেতে ওঠে রঙ উৎসবে। প্রথম দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- বিকেল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

উৎসবের দ্বিতীয় দিনে আগামীকাল শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় শিক্ষাসমাপনী উৎসব উপলক্ষ্যে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এদিন বিকাল ৩টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তৃতীয় ও সমাপনী দিন শনিবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় মুক্তমঞ্চে কনসার্ট অনুষ্ঠিত হবে।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

সাংবাদিকতার মতো চ্যালেঞ্জিং পেশায় সততা ও সাহসিকতা অত্যন্ত জরুরি : উপাচার্য

জুলাই চেতনায় ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে : উপাচার্য

খুবিতে ‘শান্তি প্রতিষ্ঠায় কলা ও মানবিকীবিদ্যা’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

খুবিতে ‘শহিদ মীর মুগ্ধ বৃত্তি’ পেলেন গণিত ডিসিপ্লিনের ৪ শিক্ষার্থী

খুবির ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ২২ শিক্ষার্থী পেলেন ডিন’স অ্যাওয়ার্ড

খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নানের বিদায় সংবর্ধনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।