সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণাগুলোকে ব্যবসায়িক উদ্যোগে পরিণত করতে হবে : উপ-উপাচার্য | চ্যানেল খুলনা

খুবিতে ইউনিভার্সিটি ইনোভেশন হাবের টাউনহল অনুষ্ঠিত

শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণাগুলোকে ব্যবসায়িক উদ্যোগে পরিণত করতে হবে : উপ-উপাচার্য

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) এর অধীনে ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট (ডিইআইডি) প্রকল্পের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি ইনোভেশন হাব (ইউআইএইচপি) এর ‘টাউনহল’ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ২নং একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত ‘টাউনহল’ এ প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান।

তিনি বলেন, আধুনিক যুগে পড়াশোনা করে চাকরি পাওয়াই শিক্ষার মূল উদ্দেশ্য নয়। চাকরি পাওয়ার চেয়ে নিজে উদ্যোক্তা হয়ে অপরের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে শিক্ষাজীবন থেকেই শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞানে দক্ষ ও উদ্যোক্তা হওয়ার ব্যাপারে ইউনিভার্সিটি ইনোভেশন হাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণাগুলোর উন্নয়ন করে তা ব্যবসায়িক উদ্যোগে পরিণত করাই এর মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রযুক্তিগত অগ্রগতির পাশাপাশি শিক্ষার্থীদের উদ্ভাবক ও উদ্যোক্তা হতে উৎসাহিত করে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার কর্মপরিকল্পনার তুলে ধরছে। যাতে সমাজের প্রতিষ্ঠিত উদ্যোক্তাদের সাথে শিক্ষার্থীদের একটি মেলবন্ধন সৃষ্টি হচ্ছে। এর মাধ্যমে তারা ছাত্রজীবন থেকেই নিজেকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুুলনা বিশ্ববিদ্যালয় ইনোভেশন ক্লাবের উপদেষ্টা ও সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর মোঃ সানাউল ইসলাম। আরও বক্তৃতা করেন ইউআইএইচপি’র প্রোগ্রাম ম্যানেজার সৈয়দ ফজলে ফারহান। স্বাগত বক্তৃতা করেন ইউআইএইচপি’র ফোকাল পয়েন্ট ও খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. জি এম আতিকুর রহমান।

ভার্চ্যুয়ালি যুক্ত থেকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট (ডিইআইডি) প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর মনজুর মোহাম্মদ শাহরিয়ার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউআইএইচপি’র কো-অর্ডিনেটর ইয়াসরীব হাসান।

অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে অর্গানাইজিং পার্টনার ছিল- খুলনা বিশ্ববিদ্যালয় ইনোভেশন ক্লাব।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

বন্ধুমহল সামাজ কল্যান সংস্থা হতে পারে সমাজের অনুকরণীয় দৃষ্টান্ত: তুহিন

নির্যাতিত নেতাকমী’র পরিবারকে খুলনা বিএনপির সাবেক নেতৃবৃন্দের ঈদ উপহার

কুয়েটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

খুবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠিত

নগরীতে সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জুর ঈদসামগ্রী বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।