নগরীতে শিক্ষার ভূমিকা, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার প্ল্যান বিষয়ক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ঢাকার এম এম জে এডু কেয়ারের আয়োজনে বুধবার (১৮ জানুয়ারি) বেলা আড়াইটায় হোটেল ক্যাসেল সালামে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মনোজিত কুমার ওঝা এফসিএ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মোঃ জসিম উদ্দিন, সাংবাদিক বিমল সাহা এবং ডাঃ সৌরভ বিশ্বাস।
ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সাথে নিয়ে অতিথিবৃন্দ শিক্ষার ভূমিকা, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক আলোচনা করেন। সেমিনারের দ্বিতীয় পর্বে ছিল আকর্ষনীয় র্যাফেল ড্র ও স্ন্যাক্সের আয়োজন।
উল্লেখ্য, এম এম জে এডু কেয়ার বিদেশে উচ্চশিক্ষা নিয়ে কাজ করে আসছে এবং ঢাকার নয়াপল্টনে তাদের প্রধান কার্যালয় অবস্থিত।