চ্যানেল খুলনা ডেস্কঃনগরীর শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্পের সংশোধিত ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোপোজল (ডিপিপি)-এর অনুমোদন ফের মন্ত্রণালয়ে ঝুলে গেছে। ফলে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)’র নেয়া অতি গুরুত্বপূর্ণ এ প্রকল্পের কাজ আরম্ভে বিলম্ব হচ্ছে। তবে সংশ্লি¬ষ্টরা বলছে, দুই-তিন মাসের মধ্যে ডিপিপি মন্ত্রণালয়ের অনুমোদন মিলবে। এরপর টেন্ডার আহ্বান করে কাজ বাস্তবায়ন শুরু করা হবে।
জানা গেছে, ২০১৩ সালে সরকারি অর্থায়নে ৯৮ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প গ্রহণ করে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। প্রকল্প রয়েছে, সড়ক প্রশস্তকরণের মাধ্যমে চার লেনে উন্নীতকরণ, ডিভাইডার, লাইট ও ৩টি কালভার্ট নির্মাণ। ওই বছর ৩০ জুলাই প্রকল্পটি একনেকে অনুমোদন মেলে। যার বাস্তবায়নকাল ধরা হয় ২০১৬ সালের জুন মাস পর্যন্ত। কিন্তু নানা জটিলতায় বাস্তবায়নের মেয়াদ উত্তীর্ণ হলেও দৃশ্যমান কোন অগ্রগতি না হওয়ায় কেডিএ মন্ত্রণালয়ে বাস্তবায়ন মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রস্তাব প্রেরণ করে। এর প্রেক্ষিতে প্রকল্পটির ব্যয় বেড়ে দাঁড়ায় ১২৬ কোটি টাকা। যার বাস্তবায়নকাল নির্ধারণ করা হয় ২০১৭ সালের জুন মাস পর্যন্ত। এরপর ফের ওই প্রকল্পের মেয়াদ ও খরচ বৃদ্ধি পেয়েছে। যার সংশোধিত ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোপোজল (ডিপিপি) অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।
তবে কেডিএ’র নির্বাহী প্রকৌশলী (পূর্ত) ও প্রকল্প পরিচালক মোঃ আরমান হোসেন বলেন, বিভিন্ন স্থাপনা অপসারণ কাজ প্রায় শেষের পথে। অন্যদিকে দুই-তিন মাসের মধ্যে প্রকল্পের সংশোধিত ডিপিপি মন্ত্রণালয়ের অনুমোদন মিলবে। তারপর টেন্ডার আহ্বান করে কাজ বাস্তবায়ন শুরু করা হবে।