খুলনার খালিশপুরের সাংস্কৃতিক সংগঠন শিল্পাঙ্গন একাডেমির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকেলে খুলনার শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
এ সময় সমাজের বিভিন্ন স্তরে অবদান রাখায় মুরালী লোক-সংস্কৃতি বিকাশ ও গবেষণা কেন্দ্রের পরিচালক ও প্রশিক্ষক নিখিল কৃষ্ণ মজুমদার, কবি ও গীতিকার এস এম হুসাইন বিল্লাহ ও কবি-লেখক এম এম তৈয়াবুর রহমানকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়।
শিল্পাঙ্গন একাডেমীর সভাপতি শেখ শাহ্জাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ‘ল’ কলেজের অধ্যাপক এ্যাড. কুদরাত-ই-খুদা। বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপ-পরিচালক মোহাম্মদ হামিদুর রহমান, সমাজসেবক নিজাম উর রহমান লালু ও মতলুবুর রহমান মিতুল। একাডেমির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সাহার সঞ্চালনায় ও খন্দকার খলিলুর রহমানের সহযোগিতায় আরও উপস্থিত ছিলেন, একাডেমির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন, সাহিত্য সম্পাদক শিমুল আক্তার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বেল্লাল হোসেন সজল, সাংস্কৃতিক সম্পাদক সৌমেন সরকার-সহ একাডেমির শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।