সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে পারবেন না তাঁরা | চ্যানেল খুলনা

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে পারবেন না তাঁরা

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ জানুয়ারি। নির্বাচনের জন্য ইতোমধ্যে দুটি প্যানেলও চূড়ান্ত হয়েছে। একটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে রয়েছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও অভিনেত্রী নিপুণ। আর অন্যটিতে রয়েছেন মিশা সওদাগর ও জায়েদ খান।

এদিকে নির্বাচন ঘিরে সকাল-দুপুর-বিকেল কিংবা সন্ধ্যায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বিএফডিসিতে। যদিও এ নির্বাচনে ফারুক, সোহেল রানা, শাকিব খান, সিয়াম আহমেদ, পূজা চেরি ও জিয়াউল রোশানকে স্পর্শ করেনি এই উৎসবের আমেজ।

বিএফডিসির নির্বাচনের এই আয়োজনে নেই সোহেল রানা। শারীরিক নানা অসুস্থতায় বেশ কয়েক দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও এখনো পুরোপুরি সুস্থ হননি তিনি। এ কারণে আগামী ২৮ জানুয়ারি ভোট দেয়া হবে না তার।

এদিকে অভিনেতা ফারুক এখনো হাসপাতাল থেকে বাড়ি ফিরেননি। এক বছরেরও বেশি সময় ধরে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন তিনি। তাই এই জীবন্ত কিংবদন্তী তারকার ভোট দেয়া হবে না।

শাকিব খানও এবার ভোট দেবেন না। বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন এই নায়ক।

এদিকে বর্তমানে অস্ট্রেলিয়াতে অবস্থান করছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাবনূর। কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। সম্প্রতি সুস্থ হয়েছেন। তবে এই পরিস্থিতে দেশে ফিরছেন না এই নায়িকা।

এদিকে দেশে থাকার পরও ভোট দেয়া হবে না সময়ের ব্যস্ততম অভিনেতা সিয়াম আহমেদের। কারণ তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটার নন। এ পর্যন্ত তার পাঁচটি সিনেমা মুক্তি পেলেও এখনো ভোটার হতে পারেননি তিনি। কেননা এখনো শিল্পী সমিতিতে সদস্যের হওয়ার জন্য আবেদক করেননি তিনি।

এছাড়া অভিনেত্রী পূজা চেরির ক্ষেত্রেও একই ঘটনা। এ পর্যন্ত তার চারটি সিনেমা মুক্তি পেয়েছে। তবুও পাননি ভোটাধিকার। আর তার মতোই জিয়াউল রোশান এবারও ভোট দিতে পারবেন না। ২০১৭ সালে ১৫তম নির্বাচনে ভোট দিতে পারলেও ২০১৯ এর নির্বাচনে সেই অধিকারও হারান এই অভিনেতা।

শিল্পী সমিতির এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৪৫০।

Your Promo BD

বিনোদন আরও সংবাদ

শহরে জমে থাকা পানি নিয়ে যা বললেন ওমর সানী

শাবনূর থেকে সায়ন্তিকা সবাই আমাকে পছন্দ করে: জায়েদ খান

হঠাৎ ভক্তকে চড় মারলেন রেখা!

‘অনাকাঙ্ক্ষিত স্পর্শ’ করায় সায়ন্তিকার চলে যাওয়া নিয়ে যা জানা গেল

উপহারের মাইক্রোবাসটি দিয়ে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করলেন হিরো আলম

পরীমণিকে নিয়ে কথা বলতে নারাজ তার সাবেক স্বামী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।