জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ১৭ মার্চ। বিশেষ এই দিনকে কেন্দ্র করে দেশের টেলিভিশন চ্যানেলগুলো তাদের নিয়মিত আয়োজনে যোগ করেছে ভিন্নধর্মী অনুষ্ঠান। যেখানে উঠে আসবে বঙ্গবন্ধুকে বিভিন্ন বিষয়।
জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস একই দিনে। দুটি বিশেষ দিন উপলক্ষে দুরন্ত টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান। যেগুলো নির্মিত হয়েছে শিশুদের অংশ্রগ্রহণে।
এরমধ্যে রয়েছে ‘শুভ জন্মদিন বঙ্গবন্ধু’। এটি উপস্থাপনা করেছেন শমী কায়সার। যেখানে এই অভিনেত্রী বাঙালির রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধুর অবদানের কথা আলোচনা করবেন। গল্পে গল্পে ফুটে উঠবে বঙ্গবন্ধুর শিশু বান্ধব রূপ।
‘শুভ জন্মদিন বঙ্গবন্ধু’ অনুষ্ঠানের দৃশ্য
অনুষ্ঠান প্রসঙ্গে শমী কায়সার বলেন, ‘বাংলাদেশ স্বাধীনের মূল নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের দায়িত্ব নতুন প্রজন্মের কাছে তাকে পরিচয় করিয়ে দেওয়া। দেশের জন্য তার মহৎ কাজগুলোর প্রসঙ্গে জানানো।’
শমী কায়সারের কাছে বঙ্গবন্ধুর জন্ম ও শৈশবের গল্প শুনবে জাইমা তহুরা চৌধুরী, আহনাফ ইথিকা মৌন, তাসনিম আলম ধ্রুব, ঈলিয়াহ রামীন হক বিভোর, জিনাত আহমেদ জেবা, জারিফা তাসনীম অবনী ও সিরাতিম মুস্তাকিম দিহান।
জামাল হোসেন আবির ও পার্থ প্রতিম হালদার পরিচালিত জাতীয় শিশু দিবসের বিশেষ অনুষ্ঠানটি প্রচারিত হবে ১৭ মার্চ (বুধবার) বিকাল ৫টায়।