চ্যানেল খুলনা ডেস্কঃগোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের মুখে রান্না করা খাবার তুলে দিয়ে দারিদ্র্য-পীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
প্রতিমন্ত্রী বলেন, আমরা শিক্ষার্থীদের উপবৃত্তি চালু করেছি। উপবৃত্তির টাকা সরাসরি শিক্ষার্থীদের মায়ের মোবাইলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। স্কুল ফিডিং কার্যক্রমের মাধ্যমে শিশুদের উচ্চ পুষ্টিমান সমৃদ্ধ বিস্কুট দেওয়া হচ্ছে। তাই আমাদের সরকারের সময় কোমলমতি শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমে এসেছে। আর মিড ডে মিল চালু করার মাধ্যমে আমরা ঝরে পড়ার হার শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য কাজ করছি।
গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে দারিদ্র্য-পীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচির আওতায় স্কুল মিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম আল হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সোহেল আহমেদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) রতন চন্দ্র পন্ডিত, প্রকল্প পরিচালক রুহুল আমিন খান, বিশ্ব খাদ্য সংস্থার প্রতিনিধি মাহফুজ আলম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন—শিক্ষক, অভিভাবক, সরকারি কর্মকর্তাবৃন্দ।