অনলাইন ডেস্কঃশিশু কার্ড প্রদানে অনিয়মের অভিযোগে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, নেত্রকোনা সদর -এর দফতরে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) অভিযোগ আসে শূন্য থেকে ছয় মাস বয়সী শিশুদের জন্য শিশু কার্ড প্রদানের নিয়ম থাকলেও অনেক অভিভাবকই অবৈধ অর্থের বিনিময়ে ৬ মাসের অধিক শিশুদের জন্য শিশু কার্ড করছেন ও টাকা উত্তোলন করছেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহ হতে আজ (৩১ জুলাই) এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে দুদক টিম ওই দফতরের কার্ড বিতরণ সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী সংগ্রহ করে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে যাবতীয় সেবা প্রদানে বিদ্যমান নিয়মকানুন মেনে চলার জন্য অনুরোধ করে।
এদিকে একই টিম ময়মনসিংহ ডাক বিভাগের রানার নিয়োগে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে। দুদক অভিযোগ কেন্দ্রে অভিযোগ আসে, সম্প্রতি কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করেই রানার পদে ২১ জনকে নিয়োগ প্রদান করা হয়। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট টিম ময়মনসিংহ ডাক বিভাগের প্রধান কার্যালয় হতে এই নিয়োগ সংক্রান্ত সকল তথ্য সংগ্রহ করে। তথ্যাবলি বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য কমিশনে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করবে দুদক টিম।
এদিকে ব্যাংকের হিসাব খোলার সময় অতিরিক্ত টাকা গ্রহণের অভিযোগে বাংলাদেশ কৃষি ব্যাংকের লামনা বড়বাজার, পটুয়াখালী শাখায় অভিযান পরিচালনা করেছে দুদক। দুদকের নিকট অভিযোগ আসে, উল্লিখিত শাখায় বিভিন্ন দফতরের কর্মচারীদের বেতন উত্তোলনের জন্য হিসাব খোলা হয়। তবে সকল হিসাব খোলার জন্য নির্ধারিত অংকের চেয়ে অধিক পরিমাণ টাকা অনৈতিকভাবে আদায় করা হয়।
এ প্রেক্ষিতে সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালী’র একটি এনফোর্সমেন্ট টিম আজ এ অভিযান পরিচালনা করে। টিম ব্যাংকে আগত বিভিন্ন সেবাগ্রহীতার সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা সম্পর্কে প্রাথমিকভাবে নিশ্চিত হয়। পরবর্তীতে ব্যাংকের দ্বিতীয় কর্মকর্তা এই মর্মে মুচলেকা প্রদান করেন যে, পরবর্তীতে কোনো সেবা প্রদানেই অতিরিক্ত অর্থ গ্রহণ করা হবে না। দুদক টিমের পক্ষ হতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীগণকে সেবা প্রদানের অধিকতর যত্নশীল হবার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া একটি সুপার শপ কর্তৃক ভোক্তাদের নিকট হতে ভ্যাট আদায় করে সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করার অভিযোগে এবং কমিউনিটি ক্লিনিক কর্তৃক রোগীদের বিতরণের ওষুধ অবৈধভাবে বাইরে বিক্রি করে আত্মসাৎ করার অভিযোগে যথাক্রমে প্রধান কার্যালয় ও সমন্বিত জেলা কার্যালয়, বগুড়া হতে অভিযান পরিচালনা করেছে দুদকের এনফোর্সমেন্ট টিম।