সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
শীত উপেক্ষা করে আগাম বোরো চাষে ব্যস্ত কয়রার কৃষকরা | চ্যানেল খুলনা

শীত উপেক্ষা করে আগাম বোরো চাষে ব্যস্ত কয়রার কৃষকরা

শাহজাহান সিরাজ, কয়রা থেকেঃ জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশায় ঘর থেকে বের হওয়াই যেন দায়। তবে শীতের ঘন কুয়াশাকে উপেক্ষা করে জমিতে বোরো ধান চাষে ব্যস্ত সময় পার করছেন খুলনার কয়রার কৃষকরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় চলতি মৌসুমে সর্বোচ্চ ৫ হাজার বিঘা জমিতে বোরো চাষের কার্যক্রম শুরু হয়েছে। তাই কাঙ্খিত ফসল ঘরে তুলতে কৃষকরা এ অঞ্চলের প্রবাদের কথা মাঘের শীত বাঘের গায় এমনটা ভেবে কোমর বেঁধে নেমেছেন। তীব্র শীত ও কয়েকদিন টানা কুয়াশা পড়লেও বড় ধরনের শৈত্যপ্রবাহ না থাকায় এবার কয়রায়
কোথাও বোরোর বীজতলা ক্ষতি হওয়ার খবর পাওয়া যায়নি। ফলে কৃষকদের আপাতত ধানের চারা নিয়ে চিন্তিত হতে হচ্ছে না।
রবিবার সরেজমিন ঘুরে দেখা গেছে, কুয়াশা ঢাকা শীতের সকালে বীজতলায় ধানের চারা পরিচর্যার পাশাপশি জমি চাষের কাজ চলছে পুরোদমে। বাড়ীর পাশে ভিটা, ও নিচু জমিতেসহ আশেপাশের সব ধরনের জমিতে বোরোধান চাষে মেতেছে কৃষকরা। কারন চলতি রোপা আমন ধান কাটা মৌসুমে ধানের মূল্য বেশি থাকায় খুশি কৃষকরা। যে কারনে এবার কোন জমি ফেলে রাখতে চায়না তারা, সেজন্য জমিতে সেচ দিয়ে চাষের কাজে ব্যস্ত কৃষকরা। এছাড়া কোথাও গভীর নলকুপের পানি ব্যহবার করে চলছে সেচ কার্যক্রম। আবার কেউ কেউ নতুন করে বোরো চাষের জন্য দ্রুত গভীর নলকুপ বসাতে ব্যস্ত হয়ে পড়েছে। একাধীক চাষী জানান, চলতি মৌসুমে ভাল ফলন ও দাম পাওয়ায় উৎসাহ বেড়েছে কৃষককূলে। অন্যদিকে সরকার বাজারে কৃষি উপকরণ অথ্যাৎ সার, বীজের দাম
স্বাভাবিক রাখায় বোরো চাষে ব্যয় কমেছে। এচাড়া আবহাওয়া অনুকূলে এবং ধানের মূল্য এমনটা থাকলে তারা বাম্পার ফলনের আশা করছেন।
মহারাজপুর গ্রামের কৃষক প্রভাষক শাহাবাজ আলী বলেন, আমরা প্রাকৃতিক দূর্যোগ প্রবণ এলাকায় বাস করি। যে কারনে ধান চাষ করার ইচ্ছা থাকলেও দূর্যোগের কথা ভেবে পিছে হাঁটি। তবে সবকিছু উপেক্ষা করে এবার বোরো
মৌসুমে ৫ বিঘা জমিতে চাষ শুরু করেছি। এ বিষয় উপজেলা কৃষি অফিসার এসএম মিজান মাহমুদ জানান, ধানের দাম ভাল থাকায় বোরো চাষের উৎসাহ বেড়েছে কয়রায়। তিনি বলেন, ব্রি-২৮, ব্রি-৬৭, বিনা-১০ সহ বিভিন্ন
হাইব্রিড জাতের ধান চাষ করছেন কৃষকরা।

https://channelkhulna.tv/

বিশেষ প্রতিবেদন আরও সংবাদ

খুলনায় ঔষুধ কোম্পানির দৌরাত্ম্যে রোগীদের দুর্ভোগ চরমে

প্রভাবশালীদের প্রভাবে ডুমুরিয়ায় পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের মহোৎসব থামছে না

খুলনা নগরীতে থ্রি হুইলার থেকে চাঁদাবাজি বছরে প্রায় ৪কোটি টাকা

খুলনার সিভিল সার্জন যেন বেসরকারি ফার্মের বিল প্রস্তুতকারী!

ডুমুরিয়া মওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রি কলেজের গভর্নিং বডি গঠনে অনিয়মের অভিযোগ

খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগরে অবাধে চলছে মাদক সেবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।