চ্যানেল খুলনা ডেস্কঃ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আনুষ্ঠানিক দলীয় প্রতিক্রিয়া শুক্রবার (১২ জুন) দেবে বিএনপি। এদিন বিকাল চারটায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের অবস্থান তুলে ধরবেন। বৃহস্পতিবার (১১ জুন) বিকাল চারটায় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণের উদ্ভূত পরিস্থিতিতে গত ৯ জুন তিন বছর মেয়াদি পুনরুদ্ধার পরিকল্পনার আলোকে ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রণয়নের প্রস্তাব দেয় বিএনপি।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি ছিল তিন বছর মেয়াদি পুনরুদ্ধার পরিকল্পনার আলোকে বাজেট প্রণয়ন করার। একইসঙ্গে করোনাভাইরাস পরিস্থিতি থেকে উত্তরণে মধ্যমেয়াদি বাজেট কাঠামোও থাকার পক্ষে দলের মত বলে জানিয়েছিলেন তিনি। এছাড়া, গত ৪ এপ্রিল করোনা মহামারি মোকাবিলায় বিএনপির ঘোষিত ৮৭ হাজার কোটি টাকার আর্থিক সহায়তার প্যাকেজকে বাজেট প্রণয়নের প্রাথমিক ভিত্তি হিসেবে বিবেচনায় নেওয়ার আহ্বান ছিল বিএনপি মহাসচিবের।