ক্যাপশন নিউজঃ দীর্ঘদিন ধরেই মোটর সাইকেল চালকদের কাছ থেকে তথ্য পাওয়া যায় ট্রাফিক সপ্তাহ মানেই শুধু মোটর সাইকেল চালকদের উপর আইন প্রয়োগ করা হয়। তারই ধারাবাহিকতায় বুধবার ট্রাফিক সপ্তাহের একটি অভিযানে নজর দেওয়া হয়। সেখানে দেখা যায় মোটর সাইকেল বাদে অন্যান্য যানবাহনের উপর কোন নজড়ই দিচ্ছেন না বিশেষ করে ট্রাক ও বড় গাড়ি গুলোর উপর। নগরীর খালিশপুর হাউজিং তিন তলা মোড় এলাকায় একটি চেক পোষ্টে লক্ষ করা যায় এই চিত্র। তবে সংবাদকর্মীর উপস্থিতি টের পেয়ে সকল যানবাহন থামানো শুরু করেন। এবং একটি প্রাইভেট কারের চালকের ছিট বেল্ট না বাধা এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় মামলা দেওয়া হয়। তবে বিপত্তি বাধে কয়েকটি ট্রাক থামানো নিয়ে। তারা ট্রাফিক সার্জেন্টকে কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। বেশ সময় ধরে ট্রাক চালক বিভিন্ন জায়গায় কল করে এবং ট্রাফিক সার্জেন্ট সাইদকে জানায় তার গাড়িটি মাসিক করা টিআই মামুন স্যারের নামে এবং পরবর্তিতে একজন ট্রাফিক ইন্সপেক্টর তাকে কল করে বিষয়টি অবগত করেন। অবস্থা বেগতিক দেখে সংবাদকর্মীকে অনত্র ডেকে নিয়ে যায় এবং কাজ হলে চলে যেতে বলেন। পরবর্তিতে মামলা না দিয়েই ট্রাকটি ছেড়ে দেওয়া হয় কোন কাগজপত্র না থাকা সত্বেও। এতে কয়েকজন মোটর সাইকেল চালক সংবাদ কর্মীকে আক্ষেপ করেই বলেন ভাই আমরাও মোটর সাইকেল মাসিক করাতে চাই। কোথায় কার মাধ্যমে এই সুবিধা পেতে পারি জানাবেন কি?