সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শুরুতেই স্বপ্নভঙ্গ ৪২ বলে সেঞ্চুরি হাঁকানো সেই পারভেজের | চ্যানেল খুলনা

শুরুতেই স্বপ্নভঙ্গ ৪২ বলে সেঞ্চুরি হাঁকানো সেই পারভেজের

জাতীয় দলের জার্সির সুবাস পাচ্ছিলেন পারভেজ হোসেন ইমন।

নভেম্বরে অনুষ্ঠিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে রাজশাহীর বিপক্ষে মাত্র ৪২ বলে ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

তার ইনিংসে ভর করে রাজশাহীর করা ২২১ রানের লক্ষ্যকে পেরিয়ে যায় ফরচুন বরিশাল।

এমন অবিশ্বাস্য ব্যাটিংয়ের পর নির্বাচকদের চোখে পড়েন পারভেজ।

সে জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের ২৪ জনের দলে জায়গা হয় ১৮ বছর বয়সী এই টপঅর্ডার ব্যাটসম্যানের।

ওয়ানডে সিরিজের আগে সফরকারীদের বিপক্ষে বিকেএসপিতে অনুষ্ঠেয় ১৪ ও ১৬ জানুয়ারির দুটি প্রস্তুতি ম্যাচে খেলা নিশ্চিত ছিল তার। সেখানে ভালো পারফরম্যান্স করলে হয়তো লাল-সবুজের জার্সিতে অভিষেকও ঘটত তার।

কিন্তু এমন সুযোগের মাঝেও স্বপ্নভঙ্গ হয়েছে গত যুব বিশ্বকাপজয়ী দলের এই ক্রিকেটারের। কুঁচকির পুরোনো ব্যথাটা মাথাচাড়া দিয়ে উঠেছে।

জানা গেছে, গতকাল দলের সঙ্গে হোটেলে ওঠার আগেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ড্রেসিংরুম ছাড়তে হয় পারভেজকে।আগামী এক সপ্তাহ বিছানাতেই বিশ্রামে কাটাতে হবে তাকে। তাই সিরিজের দল থেকে ছিটকে গেলেন এই তরুণ তুর্কি।

এ বিষয়ে সোমবার বিসিবির নির্বাচক হাবিবুল বাশার এক গণমাধ্যমকে বলেন, ‘কুঁচকির চোটের পুরনো ব্যথা দেখা দিয়েছে তার। স্ক্যান করানোর জন্য হাসপাতালে যেতে হবে তাকে। অর্থাৎ জৈব সুরক্ষা বলয় ভেঙে বের হয়ে যেতে হবে। ফের স্কোয়াডে যুক্ত হতে হলে নিয়ম অনুযায়ী অন্তত তিন দিন আইসোলেশনে থাকতে হবে। আর কুঁচকির ব্যথা ভালো হতেও সময় লাগতে পারে। এসব বিষয় চিন্তা করে তাকে ছেড়ে দেয়া হয়েছে।’

পারভেজের পরিবর্তে আর কাউকে দলে নেয়া হচ্ছে না বলেও জানান তিনি।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

আসিফের মন্তব্যে নিন্দা জানিয়ে বিসিবিকে বাফুফের চিঠি

নিরাপদে থাকুক বাংলাদেশের প্রতিটি মা, বোন ও মানুষ: জাহানারা ইস্যুতে তাইজুল

হেনস্তার শিকার সব নারী ক্রিকেটারকে মুখ খোলার আহ্বান তামিমের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ফিফটি করে ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে তামিম

আকবরের নেতৃত্বে ‘এশিয়া কাপ’ খেলবে বাংলাদেশ

সহজেই ভারতকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।