জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও বিশিষ্ট ব্যবসায়ী শেখ জালাল উদ্দীন রুবেলের আশু সুস্থতা কামনায় গতকাল রবিবার বাদ আছর আরাফাত আবাসিক এলাকাবাসীর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আরাফাত আবাসিক প্রকল্প অফিসে অনুষ্ঠিত দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী এস এম আশফাকুর রহমান রাজিব। প্রধান অতিথি ছিলেন নগর আ’লীগ সদস্য এস এম আকিল উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন আ’লীগ নেতা মোর্শদ আহমেদ মনি, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ।
উপস্থিত ছিলেন আনিসুর রহমান, শেখ সাঈদ, আবুল কালাম মন্ডল, ইসতিয়াক হোসেন শেবা, আসাদুজ্জামান নেসার, সাইফুদ্দিন রিমন, সেলিম মৃধা, আলমগীর হোসেন, মাসুদুর রহমান, আজিজ চৌধুরী, মোঃ ফরিদ উদ্দিন, মিজানুর রহমান, বাবুল মোল্লা, ইমরান গাজী প্রমুখ। আলোচনা শেষে শেখ রুবেলের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।