বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরিচারলক শেখ সোহেলের উদ্যোগে মঙ্গলবার নগরীর ৩০নং ওয়ার্ডে ইফতার বিতরণ করা হয়। মঙ্গলবার নগরীর ৩০নং ওয়ার্ডেও কাউন্সিলর কার্যালয়ের সামনের এলাকায় ইফতার বিতরণ কালে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ নেতা মফিদুল ইসলাম টুটুল, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, নগর ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, ৩০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শিহাবউদ্দিন, সদর থানা যুবলীগ নেতা রাশেদুজ্জামান রিপন, ২৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইলিয়াস হোসেন লাবু প্রমুখ।
ইফতার বিতরণ এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শহীদ শেখ আবু নাসের, বেগম রাজিয়অ নাসেরসহ ১৫আগষ্ট নিহত সকলের আত্মার শান্তি কামনায় দোয়া এবং দেশ ও জাতির উন্নয়নে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় দুই ওয়ার্ডে সহস্রাধিক পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।